Holi 2023 Weather : দোলে কেমন থাকবে বাংলার আকাশ, কী বলছে হাওয়া অফিস

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Feb 28, 2023 | 6:08 PM

Holi 2023 Weather : এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

Holi 2023 Weather : দোলে কেমন থাকবে বাংলার আকাশ, কী বলছে হাওয়া অফিস
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : বিদায় নিয়েছে শীত (Winter)। দরজায় এসে দাঁড়িয়েছে বসন্ত। সকাল ও রাতে খানিক ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা বাড়লেই বাড়ছে গরমের দাপট। এদিকে হাতে আর একটা সপ্তাহ। তারপরেই দোল (Holi 2023)। বসন্ত উৎসবে মেতে উঠতে এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে আপামর বাঙালি। কিন্তু, কেমন থাকবে দোলের আকাশ? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দোলের দিন উষ্ণ আবহাওয়া থাকবে বাংলায়। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মার্চের শুরু থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল হবে মার্চের শুরুতে। ঠান্ডা-গরমে বাড়তে পারে জ্বর-সর্দির প্রকোপ।

এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭  ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ। সকালে আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে শহরে। বুধবার থেকে পুরোমাত্রায় হাওয়া বদল হবে। পূবালী হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প ঢুকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে বলে জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন। তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। 

সহজ কথায়, মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা। বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতায়। তাপমাত্রার ঊর্ধ্বগতি দেখতে পাওয়া যেতে পারে আগামী ৩ মার্চ থেকে। মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। মার্চের শেষে গরমের দাপট অন্যান্য বছরের থেকে বেশ খানিকটা বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর তাতেই চিন্তা বাড়ছেো বঙ্গবাসীর। অনেকেই বলছেন মার্চেই যদি এই অবস্থা হয়, তাহলে মে-জুন মাসে কী হবে!

Next Article