
কলকাতা: ভিনরাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসকদল। এবার বাংলার পরিযায়ী শ্রমিকদের দিল্লিতে আটক করা নিয়ে দুটি মামলায় কেন্দ্রের কাছে ওই পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। ওই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, রাজ্যের মুখ্যসচিব দিল্লির মুখ্যসচিবের সঙ্গে সমন্বয় করে আদালতে রিপোর্ট দেবেন।
দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের আটক করা নিয়ে দুটি পরিবার কলকাতা হাইকোর্টে মামলা করে। একটি পরিবারের এক যুবতীর বাবা মামলা করেন। নিজের আবেদনে তিনি আদালতে জানান, তাঁর মেয়ে-জামাই এবং তাঁদের ছোট সন্তানকে আটকে রাখা হয়েছে। তাঁর মেয়ে-জামাই দিল্লিতে কাজে গিয়েছিলেন। দিল্লির রোহিণী থেকে তাঁদের গ্রেফতার করা হয়। অন্য এক পরিবারের বক্তব্য, এক মহিলা ও তাঁর দুই সন্তানকে আটকে রাখা হয়েছে।
এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী বলেন, “আমাদের তরফ থেকে দিল্লির সঙ্গে কথা বলা হলেও তাদের কোনও উত্তর আসেনি।” হাইকোর্টে একটি রিপোর্ট দিয়ে রাজ্য জানায়, গতকাল পর্যন্ত ওই পরিযায়ী শ্রমিকদের ভারতে ট্রেস করা গেলেও আজ তাঁরা বাংলাদেশে।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, “মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আমরা সন্তুষ্ট। রুল জারি করা হবে কি না সেটা জানতে আরও কিছু তথ্য লাগবে।” কেন্দ্রের তরফে আদালতে উপস্থিত ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদীকে ওই শ্রমিকদের বর্তমান অবস্থান ও কেন্দ্রের পদক্ষেপ নিয়ে তথ্য জানাতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়। বুধবার এই মামলার পরবর্তী শুনানি।