
কলকাতা: আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বিক্রি ও পশুপাচারের অভিযোগে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ (National Zoo Authority) তদন্ত শুরু করেছে। দু’সপ্তাহের মধ্যে তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেবে বলে এদিন আদালতে জানালেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। তবে, কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে মামলাকারীরা সাপ্লিমেন্টারী হলফনামার কপি না দেওয়ার জন্য আজ মামলার শুনানি পিছিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ১ লা সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গেত, আলিপুর চিড়িয়াখানা থেকে কয়েকশো প্রাণী উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠছে। এই নিয়ে প্রশ্ন তুলছিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। কীভাবে চিড়িয়াখানার মধ্যে থেকে পশুর সংখ্যা কমে যাচ্ছে? রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। একেই সঙ্গে এই বিষয়টি নিয়ে ‘স্বাধীন’ নামে একটি সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
গত ৩০ বছর ধরেই এই গোপন গরমিল চলেছে বলে দাবি ‘স্বাধীন’-এর। ফলে আদালতের কাছে তাদের আবেদন, অন্তত গত দশ বছরের সমস্ত হিসেব খতিয়ে দেখা হোক। যদিও, বনদফতর ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সংখ্যাটি শুধুমাত্র গণনার ভুল।