Doctors: স্যালাইন-কাণ্ডে সাসপেন্ড হলেন কোন কোন ডাক্তার

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 16, 2025 | 5:38 PM

Doctors: মুখ্যসচিব এদিন রিপোর্ট উল্লেখ করেন। তিনি জানান, সিআইডি রিপোর্ট মিলিয়ে দেখা যাচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে গাফিলতির ঘটনা ছিল।

Doctors: স্যালাইন-কাণ্ডে সাসপেন্ড হলেন কোন কোন ডাক্তার
স্যালাইন-কাণ্ড
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: স্যালাইনের বিষে প্রসূতির মৃত্যু বলে অভিযোগ উঠলেও সরাসরি চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করালেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হল। সেই তালিকায় রয়েছেন সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা।

এদিন রিপোর্ট তুলে ধরে মমতা বলেন, যাঁদের হাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়, তাঁরা দায়িত্ব পালন করেননি। মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব উল্লেখ করেন, ঘটনার দিন ওটি রুমে ছিলেন না কোনও সিনিয়র চিকিৎসক। ডাকা হলে, একজন ঘুরে চলে যান। এমনকী ক্লিনিং বা গাউন বদলানোর নিয়মও মানা হয়নি বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। তাই চিকিৎসকদের গাফিলতির কথা বলে তিনি ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেন। বলেন, “যাঁদের হাতে এটা হয়েছে, তাঁদের হাতে ভবিষ্যতেও যে হবে না, তার কোনও মানে নেই।”

চিকিৎসকদের সম্পর্কে মমতা বলেন, “সরকারের একটি পলিসি আছে। সিনিয়র চিকিৎসকদের ৮ ঘন্টা ডিউটি করার কথা। সঠিক সময়ে চিকিৎসা এবং পরিষেবা দিতে হবে।”

সাসপেন্ড হওয়া চিকিৎসকদের তালিকা

১) সৌমেন দাস, আরএমও
২) দিলীপ কুমার পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
৩) হিমাদ্রী নায়েক, সহকারী অধ্যাপক
৪) মহম্মদ আলাউদ্দিন, বিভাগীয় প্রধান
৫) জয়ন্ত কুমার রাউত, এমএসসিপি
৬) পল্লবী বন্দ্যোপাধ্য়ায়, সিনিয়র রেসিডেন্ট পিজিটি
৭) মৌমিতা মণ্ডল, পিজিটি , তৃতীয় বর্ষ
৮) ভাগ্যশ্রী কুণ্ডু, তৃতীয় বর্ষ
৯) সুশান্ত মণ্ডল, প্রথম বর্ষ
১০) পূজা সাহা, প্রথম বর্ষ
১১) মনীষ কুমার, প্রথম বর্ষ, অ্যানেস্থেশিয়া
১২) জাগৃতি ঘোষ, প্রথম বর্ষ, অ্যানেস্থেশিয়া

Next Article