CPIM: পান্তাভাত, কাঁচালঙ্কা আর সিপিএম = দেবলীনা হেমব্রম!

Deblina Hembram: দেবলীনা দায়িত্ব পাওয়ায় খুশি বাঁকুড়া জেলার সিপিএম নেতৃত্ব। নেত্রী হিসেবে দেবলীনাকেই দেখতে চান কর্মীদের বৃহত্তর অংশ।

CPIM: পান্তাভাত, কাঁচালঙ্কা আর সিপিএম = দেবলীনা হেমব্রম!
দেবলীনা হেমব্রম।Image Credit source: GFX- TV9 Bangla

Jan 27, 2025 | 8:27 AM

কলকাতা: ২০১৯ সালের ব্রিগেড। বামেদের তাবড় নেতারা একে একে বক্তৃতা দিয়ে মঞ্চ ছাড়ছেন। মাঝে মাঝে সমর্থকদের মধ্যে স্লোগান উঠছে। হঠাৎ সাদা শাড়ি পরা, আদিবাসী নেত্রীর মুখে শোনা গেল, ‘রক্ত দেব, তবু মাথা নত করব না।’ কলকাতার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে তিনি বলে উঠলেন জঙ্গলমহলের ভাষা। সবগুলো শব্দের অর্থ আমজনতার বোধগম্য না হলেও, সে দিন দেবলীনা হেমব্রমের ব্কৃতা যেন শিরায় আগুন ধরিয়ে দিয়েছিল বাম সমর্থকদের। আজ ৬ বছর পর ইতিহাস তৈরি করলেন সেই দেবলীনা হেমব্রম। ৩৪ বছরের শাসনকাল বা তারপরও সিপিএম-এ কখনও যা হয়নি, সেটাই হয়েছে ৬১ বছরের দেবলীনার সঙ্গে। একইসঙ্গে দলের তিনটি পদের দায়িত্ব পেয়েছেন আদিবাসী-মহিলা নেত্রী দেবলীনা। সম্প্রতি বাঁকুড়ার জেলা সিপিএমের সম্পাদক হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে। সিপিএম-এর ইতিহাসে প্রথম কোনও মহিলাকে এই পদ দেওয়া হল। দেবলীনাকে এভাবে সামনে আনা কি সিপিএম-এর কোনও বড় কৌশল? চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন