AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gopal Patha Real Story: মাসিহা হতে অস্ত্র তুলেছিল, তারপর…গোপাল পাঁঠার আসল চরিত্র জানেন?

Gopal Patha: আজ নানা ভাবে রাজনৈতিক সার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা হয় কলকাতার সেই কালো ইতিহাস এবং তার নায়ক বা খলনায়ক গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠাকে। চিরকাল অবাধ যাতায়াত ছিল ক্ষমতার অলিন্দে। তাই পুলিশের খাতায় অসংখ্য অপরাধের মূল কান্ডারি হয়েও স্বমহিমায় বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়েছেন সর্বত্র। বাস্তবে কে ছিলেন গোপাল পাঁঠা? হিন্দুদের মাসিহা? সাম্প্রদায়িক ব্যক্তিত্ব? নাকি স্রেফ ক্ষমতালোভী মস্তান?

Gopal Patha Real Story: মাসিহা হতে অস্ত্র তুলেছিল, তারপর...গোপাল পাঁঠার আসল চরিত্র জানেন?
Follow Us:
| Updated on: Jun 27, 2025 | 11:49 PM

গোপাল মুখোপাধ্যায় কলকাতার রাজনৈতিক এবং অপরাধ দুনিয়ার ইতিহাসের এক বর্ণময় চরিত্র। অবশ্য এই নামে সকলে নাও চিনতে পারেন। গোপাল মুখোপাধ্যায় সকলের কাছে পরিচিত ছিলেন ‘গোপাল পাঁঠা’ নামে। গোপাল মুখোপাধ্যায় থেকে গোপাল পাঁঠা   এই সূত্রে একটা কথা বলে রাখা ভাল গোপালের নামের সঙ্গে ‘পাঁঠা’ জুড়ে যাওয়ার নেপথ্যে তাঁর বিতর্কিত জীবন নয়। বরং তাঁর জীবিকা। বউবাজারের মলঙ্গা লেন নিবাসী গোপালদের একটি পারবারিক পাঁঠার দোকান ছিল কলেজ স্ট্রিটে। পেশায় তিনি একজন কসাই। নিন্দুকেরা অবশ্য বলেন তিনি নাকি প্রকৃত অর্থেই কসাই। ‘গ্রেট ক্যালকাটা কিলংসে’র পরে হয়ে উঠেছিলেন মস্তানদের মস্তান। খুন, রাহাজানি, তোলা আদায়, ডাকাতি নাম জড়িয়েছে অসংখ্য অপরাধের সঙ্গে। অবশ্য তাঁর নাকি চিরকাল অবাধ যাতায়াত ছিল ক্ষমতার অলিন্দে।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন