
গোপাল মুখোপাধ্যায় কলকাতার রাজনৈতিক এবং অপরাধ দুনিয়ার ইতিহাসের এক বর্ণময় চরিত্র। অবশ্য এই নামে সকলে নাও চিনতে পারেন। গোপাল মুখোপাধ্যায় সকলের কাছে পরিচিত ছিলেন ‘গোপাল পাঁঠা’ নামে। গোপাল মুখোপাধ্যায় থেকে গোপাল পাঁঠা এই সূত্রে একটা কথা বলে রাখা ভাল গোপালের নামের সঙ্গে ‘পাঁঠা’ জুড়ে যাওয়ার নেপথ্যে তাঁর বিতর্কিত জীবন নয়। বরং তাঁর জীবিকা। বউবাজারের মলঙ্গা লেন নিবাসী গোপালদের একটি পারবারিক পাঁঠার দোকান ছিল কলেজ স্ট্রিটে। পেশায় তিনি একজন কসাই। নিন্দুকেরা অবশ্য বলেন তিনি নাকি প্রকৃত অর্থেই কসাই। ‘গ্রেট ক্যালকাটা কিলংসে’র পরে হয়ে উঠেছিলেন মস্তানদের মস্তান। খুন, রাহাজানি, তোলা আদায়, ডাকাতি...