পিএসি চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে কে? শাসক দলের পছন্দের তালিকায় মুকুল
এই পদের জন্য উঠে আসছে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর নাম। সূত্রের খবর,শাসক দল মুকুলকেই চাইছে।
সৌরভ গুহ, কলকাতা: মুকুল রায়ই কি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত হতে চলেছেন? বিজেপির টিকিটে কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী, সদ্য তৃণমূলে ফেরা মুকুলই কি এই পদে বসতে চলেছেন? এই নিয়েই চর্চা এবং জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে সূত্রের খবর শাসক দলের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মুকুলেরই নাম। আগামী বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে ২ জুলাই থেকে। তার আগেই ২৮ জুন বিধানসভার চার গুরুত্বপূর্ন কমিটি নির্বাচিত হবে। আর তা নিয়েই এখন চর্চা তুঙ্গে।
গত শুক্রবার , বিধানসভার গুরুত্বপূর্ণ চার কমিটি সহ আরও ছয় কমিটির চেয়ারম্যানের নাম প্রস্তাব করেছে বিজেপি পরিষদীয় দল। সূত্রের খবর, শুক্রবারই রাজ্যের পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চার গুরুত্বপূর্ণ কমিটি হল পাবলিক আ্যাকাউন্টস কমিটি, কমিটি ফর পাবলিক আন্ডার টেকিং, এস্টিমেট কমিটি ও কমিটি ফর লোকাল বডি ফান্ড। এর মধ্যে পিএসির চেয়ারম্যান কে হবেন তা নিয়েই জল্পনা তুঙ্গে। বিজেপির তরফে এই পদে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছে। কিন্তু সূত্রের খবর, অতি গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটির শীর্ষে বসতে পারেন মুকুল রায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শাসক দলের পছন্দ অবশ্য এই নেতাকেই। তৃণমূলে যোগদান করলেও বিধানসভায় খাতায় কলমে তিনি বিজেপিরই বিধায়ক। পিএসিতে চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলকে দেওয়াই রীতি। সে ক্ষেত্রে বিধানসভার নথিতে মুকুল বিজেপি র ই বিধায়ক।
আরও পড়ুন: সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়
মুকুলকে নিয়ে এই জল্পনা নিশ্চিত ভাবে ২০১৬-র পর মানস ভূইঞং বা শঙ্কর সিং-এর কথা মনে করায়। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর এই দুই নেতাই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কারণ বিধানসভার নথিতে তাঁরা দু’জনেই ছিলেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক।