ED on Abhishek Banerjee: অভিষেককে জিজ্ঞাসাবাদ করা যাবে, কিন্তু কড়া পদক্ষেপ নয়: হাইকোর্ট

Shrabanti Saha | Edited By: জয়দীপ দাস

Sep 12, 2023 | 6:47 PM

ED on Abhishek Banerjee: ১৩ সেপ্টেম্বর রয়েছে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। সেখানে হাজির থাকার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেদিনই তাঁকে তলব করছে ইডি। যা নিয়েই শোরগোল চলছে নানা মহলে।

ED on Abhishek Banerjee: অভিষেককে জিজ্ঞাসাবাদ করা যাবে, কিন্তু কড়া পদক্ষেপ নয়: হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: প্রাথমিক দুর্নীতি মামলায় আদালতে স্বস্তি অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সমন পাঠানো হলেও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। আদালতে মৌখিক আশ্বাস দিল ইডি। কিছু তথ্যের জন্যই সমন, মন্তব্য ইডির আইনজীবীর। বিচারাধীন মামলায় পদক্ষেপ না করার পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এদিনের সওয়াল-জবাব চলাকালীন ইডির বিরুদ্ধে লাগাতার তোপ দাগেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ইডি অভিসন্ধি আছে। সেই অভিসন্ধি নিয়েই সমন পাঠাচ্ছে। কোনও তথ্যই নেই। তাও সমন পাঠানো হচ্ছে। 

এরপরই ইডির তরফে আইনজীবী রাজু বলেন, আমরা বলিনি গ্রেফতার করা হবে। কোনও কড়া পদক্ষেপ নয়। আমরা কিছু প্রশ্ন করতে চাই তথ্য জোগাড় করার জন্য। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, কোনও পদক্ষেপের আগে একটু অপেক্ষা করার পরামর্শ দেব। সমন দেওয়ার অধিকার আছে। রেইড করারও অধিকারও আছে। তবে আদালতে বিচারাধীন বলে পরামর্শ কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়। 

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর এই মামলার শেষ শুনানি। ওদিন লিখিত বক্তব্য দেবেন উভয় পক্ষের আইনজীবীরা। তারপর রায় দেবেন বিচারপতি। এদিকে ১৩ সেপ্টেম্বর রয়েছে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। সেখানে হাজির থাকার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেদিনই তাঁকে তলব করছে ইডি। যা নিয়েই শোরগোল চলছে নানা মহলে। এরইমধ্যে আদালতের এই সওয়াল-জবাব পর্ব নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা।

Next Article