
আবাস থেকে একশো দিনের কাজ, নানা ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত তো লেগেই রয়েছে। এবার আরও সংযোজন। নর্দমা তৈরির জমি নিয়ে প্রবল সংঘাতে রেল-পুরসভা। আর তার জেরেই আটকে নিকাশির কাজ। উদ্বেগ বাড়াচ্ছে সাঁতরাগাছি ঝিলের লাগামহীন দূষণ। নিকাশির জলে চরম দূষণ। ভুগছে জলজ প্রাণী থেকে জলজ উদ্ভিদ। নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। এদিকে জমির লাইসেন্স ফি মকুব নিয়ে রাজ্য-রেলের দ্বন্দ্ব ক্রমেই বেড়েই চলেছে। কিছুতেই কাটছে না জটিলতা। রেগে লাল পরিবেশ আদালত। দ্রুত সমস্যা সমাধানের কথা বলা হলেও আসলে বাস্তবের মাটিতে হচ্ছে না কিছুই। তা নিয়েই তৈরি হয়েছে চাপানউতোর। চর্চা চলছে রাজনীতির পাড়াতেও। পাল্টা রাজ্যকে চেপে ধরছে বঙ্গ বিজেপি। কিন্তু, সমস্যার সমাধান কবে? উত্তর দিতে পারছে না কেউই। জট কোথায়? ...