Firing in Kolkata: কসবায় ধৃত সৌমিতের গাড়িতে পুলিশ-প্রেসের স্টিকার কেন? বাড়ছে রহস্য

Firing in Kolkata: অভিযোগ শূন্যেও নাকি গুলি ছোড়া হয়েছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, সৌমিত নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে এলাকায় ঘুরে বেড়াতেন। তাঁর বাইকে এবং গাড়িতে একইসঙ্গে পুলিশ ও প্রেসের স্টিকার লাগানো রয়েছে। এখানেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

Firing in Kolkata: কসবায় ধৃত সৌমিতের গাড়িতে পুলিশ-প্রেসের স্টিকার কেন? বাড়ছে রহস্য
পুলিশ-প্রেসের স্টিকার ঘিরে ঘনাচ্ছে রহস্যImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 8:23 PM

কলকাতা: কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে সামান্য ময়লা ফেলাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে আটক করেছে পুলিশ। অভিযোগ, মঙ্গলবার রাতে কসবার একটি ক্লাবের সামনে ময়লা ফেলেন সৌমিত মণ্ডল নামে এক ব্যক্তি। তাঁকে বারণ করার কিছুক্ষণ পরে বন্দুক দেখিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, শূন্যেও নাকি গুলি ছোড়া হয়েছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, সৌমিত নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে এলাকায় ঘুরে বেড়াতেন। তাঁর বাইকে এবং গাড়িতে একইসঙ্গে পুলিশ ও প্রেসের স্টিকার লাগানো রয়েছে। এখানেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। 

ইতিমধ্যেই ওই ব্যক্তির বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। তিনি গুলি চালিয়েছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত সৌমিত তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত। এই খবরও মিলেছে। এলাকার বাসিন্দাদের দাবি, সৌমিতের বাবা পুলিশ কর্মী ছিলেন। 

এলাকার এক বাসিন্দা বলেন, “কালকে ও বিল্ডিং থেকে ময়লা নিয়ে এসে ক্লাবের পাশে ফেলছিল। সেটা দেখে সবাই ওকে বারণ করে। সেটা বলাতে ও রাগে ফুঁসতে থাকে। বলে আমি এখানেই ফেলব। তোরা যা করার করে নে। এরপরই আবার ওখানে এসে বন্দুক বের করে গুলি চালায়। তারপর ওখান থেকে পালিয়ে যায়।” কিন্তু, কেন তাঁর গাড়ি-বাইকে প্রেস-পুলিশের স্টিকার তা নিয়ে রয়েছে রহস্য। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এক বাসিন্দা সৌমিতের গাড়ি দেখিয়ে বলেন, “এই দেখুন দুটো স্টিকার। একটা মানুষ কটা জায়গায় কাজ করে? পুলিশ ও প্রেস স্টিকার লাগিয়ে ঘুরে বেড়িয়ে যা ইচ্ছা তাই করে নেবে নাকি? এভাবে এলাকায় দাঁড়িয়ে গুলি চালাবে?”