কলকাতা: জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালতের বক্তব্য, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বা সেন্সিটিভ মামলা না হলে রাজ্য সরকার কোনও গুরুত্বই দিতে চায় না। অন্য কোনও মামলায় রাজ্য সরকারের কোনও আইনজীবীই আসে না বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি।
সুন্দরবনে বাঘের আক্রমণ সংক্রান্ত বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। মামলাকারী জানান, আলাদাভাবে তারা চিঠিও লিখেছিলেন। চিঠি দিয়ে সরকারি আইনজীবীকে আসতে অনুরোধ করা হয়েছিল। তারপরও রাজ্যের তরফে এদিন কোনও আইনজীবীর উপস্থিতি দেখা যায়নি। তাতেই কার্যত বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি এদিন শুনানিতে বলেন, রাজনৈতিকভাবে সেন্সিটিভ মামলা ছাড়া আইনজীবী আসেন না। রাজ্যের এই আচরণ দুর্ভাগ্যজনক। আমরা ক্লান্ত হয়ে গিয়েছি সকাল থেকে ডেকে ডেকে। রাজ্য সরকারের হয়ে কেউ আসতেই চায় না। তিনি আরও উল্লেখ করেন, এই মামলার গুরুত্ব বুঝে বিশেষভাবে চিহ্নিত করেছিলেন প্রধান বিচারপতি। সেই মতো আইনজীবীকে আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তাও কেউ উপস্থিত হননি। প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “এটা প্রধান বিচারপতির এজলাসে হলে, বাকি এজলাসের অবস্থা বুঝুন কীভাবে চলছে।”
উল্লেখ্য, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে হওয়া মামলায় আদালতে এদিন বিনীত গোয়েলের তরফে কোনও আইনজীবী ছিলেন না। তাতেও ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। প্রশ্ন তোলেন, কেন কোনও আইনজীবী নেই। পরবর্তী শুনানিতে যাতে আইনজীবী অবশ্যই থাকে, সেই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।