Kolkata local train update: আজ তো যা হওয়ার হল, বুধবার কি স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল?

Local train: আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে। আরও একটি নিম্নচাপ তৈরিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এখন একটাই প্রশ্ন, আজকের মতো কালও কি এমন দশা হবে? রেল সূত্রে খবর, আজ যেভাবে বৃষ্টি হয়েছে, কালও যদি তেমনটা হয় অর্থাৎ জলমগ্ন হয়ে যায় রেললাইন, তাহলে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

Kolkata local train update: আজ তো যা হওয়ার হল, বুধবার কি স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল?
Image Credit source: Tv9 Bangla

Sep 23, 2025 | 9:00 PM

জল-জল আর জল। গোটা দিন দুর্ভোগে কেটেছে সাধারণ মানুষের। শহর কলকাতা ও সংলগ্ন জেলা থেকে একদিকে যেমন একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে, তেমনই অফিসযাত্রীদের ভোগান্তির খবর সামনে এসেছে। না ঠিকমতো চলেছে ট্রেন, না মেট্রো, না বাস। জমা জলে অর্ধেক মানুষের গাড়ি খারাপ। এক কথায় মঙ্গলে নাজেহাল দশা সকলের। আজ  তো যেভাবে হোক কেটে গেল, কিন্তু আগামিকাল কী হবে? ট্রেন চলবে সঠিক সময়ে? কী বলছেন রেলকর্তারা?

আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে। আরও একটি নিম্নচাপ তৈরিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এখন একটাই প্রশ্ন, আজকের মতো কালও কি এমন দশা হবে? সূত্রের খবর, আজ যেভাবে বৃষ্টি হয়েছে, কালও যদি তেমনটা হয় অর্থাৎ জলমগ্ন হয়ে যায় রেললাইন, তাহলে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে ট্রেন চলাচলও স্বাভাবিক থাকবে।

এ দিন হাওড়া স্টেশন ইয়ার্ড, শিয়ালদহ সাউথ স্টেশন ইয়ার্ড, চিৎপুক নর্থ কেবিন, শিয়ালদহের একাধিক কারশেডে জমে জল। যা বের করতে কার্যত কালঘাম এক হয়ে যায় রেলকর্মীদের। রেল লাইনের জলের সঙ্গে আশপাশের এলাকার জমা জলও মিশে যায়। ফলে, জল নিষ্কাশন কঠিন হয়ে পড়ে। যদিও, সন্ধে গড়িয়ে বিকেল হতেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। রাত বাড়তেই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে মেট্রো চলাচলও। এখন দেখার বুধবার কী পরিস্থিতি থাকে।