SSC Protest: ‘মহিলাদের পুরুষ পুলিশ কনুই দিয়ে গুঁতো মারছে’, শিক্ষিকাদের অভিযোগ

SSC Protest:জানা গিয়েছেন, এসএসসি ভবন থেকে সিভিল পোশাকে এক পুলিশ কর্মী বেরচ্ছিলেন। সেই সময় চাকরিহারারা আটকানোর চেষ্টা করেন। হয় ধস্তাধস্তি। সিভিল পোশাকে থাকা পুলিশকর্মীকে এসএসসি ভবনের কর্মী ভাবেন তাঁরা।

SSC Protest: মহিলাদের পুরুষ পুলিশ কনুই দিয়ে গুঁতো মারছে, শিক্ষিকাদের অভিযোগ

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 22, 2025 | 2:03 AM

কলকাতা: রাত তখন দেড়টা। হঠাৎ করেই ফের উত্তপ্ত হয়ে উঠল করুণাময়ী চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। কী হল? তা জানতে গিয়েই উঠে এল বিস্ফোরক অভিযোগ। মহিলা চাকরিহারারা বললেন, “পুরুষ পুলিশ কনুই দিয়ে গুঁতো মারছে।” তাঁদের এও অভিযোগ, সব পুরুষ পুলিশ। কোনও মহিলা পুলিশ নেই। যদিও অভিযোগ উড়িয়েছে পুলিশ।

কী নিয়ে উত্তেজনা?

জানা গিয়েছেন, এসএসসি ভবন থেকে সিভিল পোশাকে এক পুলিশ কর্মী বেরচ্ছিলেন। সেই সময় চাকরিহারারা আটকানোর চেষ্টা করেন। হয় ধস্তাধস্তি। সিভিল পোশাকে থাকা পুলিশকর্মীকে এসএসসি ভবনের কর্মী ভাবেন তাঁরা। পরবর্তীতে সেই পুলিশ আধিকারিককে ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়া হয়।

এরপর মানব চেইন তৈরি করেন মহিলা চাকরিহারারা। তাঁরা বলতে শুরু করেন, “পুলিশ আমাদের গুঁতো মারছে। আমরা পড়াশোনা করে এখানে এসেছি। মারামারি করতে শিখিনি।” পাল্টা পুলিশ আধিকারিক বলেন, “আমাদের মহিলা পুলিশ আছে। আপনারা যা করার আন্দোলন করুন। আমরা আছি।” পরবর্তীতে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়।