Kolkata Bus: এসি বাসে চড়ে বাইপাসে এক সরকারি বাসকে থামালেন মহিলা, নেমেই কনডাক্টরকে বললেন…

ইএম বাইপাসে উত্তর পঞ্চান্নগ্রাম ব্রিজ পেরিয়ে সায়েন্স সিটির আগে স্টপেজে দাঁড়িয়েছে সরকারি বাসটি। কয়েক জন যাত্রী নামলেনও সেখানে। কিন্তু সামনে অন্য রুটের একটি বাস, দাঁড়িয়ে থাকায় এগিয়ে যেতে পারছে না সরকারি বাসটি। সে সময় দুরন্ত গতিতে পিছন দিক থেকে এসে সরকারি বাসের পথ আটকে দাঁড়াল একটি এসি বাস। সঙ্গে সঙ্গে এসি বাস থেকে এক মহিলা নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে নামলেন।

Kolkata Bus: এসি বাসে চড়ে বাইপাসে এক সরকারি বাসকে থামালেন মহিলা, নেমেই কনডাক্টরকে বললেন...
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

Sep 29, 2023 | 6:58 PM

কলকাতা: দ্রুত গতিতে ছুটে চলেছে সল্টলেকগামী রাজ্য পরিবহণ সংস্থার সরকারি বাস। ইএম বাইপাসে উত্তর পঞ্চান্নগ্রাম ব্রিজ পেরিয়ে সায়েন্স সিটির আগে স্টপেজে দাঁড়িয়েছে সরকারি বাসটি। কয়েক জন যাত্রী নামলেনও সেখানে। কিন্তু সামনে অন্য রুটের একটি বাস, দাঁড়িয়ে থাকায় এগিয়ে যেতে পারছে না সরকারি বাসটি। সে সময় দুরন্ত গতিতে পিছন দিক থেকে এসে সরকারি বাসের পথ আটকে দাঁড়াল একটি এসি বাস। সঙ্গে সঙ্গে এসি বাস থেকে এক মহিলা নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে নামলেন। এবং এগিয়ে এলেন ওই সরকারি বাসের দিকে। তাঁকে দেখে সরকারি বাসের কন্ডাকটর এবং যাত্রীদের একাংশ কিছু বিস্মিতই হলেন। কারণ মিনিট কয়েক আগেই পূর্ববর্তী স্টপেজে নিজের বাচ্চাকে নিয়ে ওই মহিলা বাস থেকে নেমে গিয়েছেন।

এসি বাস থেকে নেমে সরকারি বাসের দিকে এসেই মহিলা জানালেন, সরকারি বাসে পড়ে রয়েছে তাঁর মেয়ের স্কুলের ব্যাগ। সঙ্গে সঙ্গে সরকারি বাসের মধ্যে হুড়োহুড়ি পড়ল কোন ব্যাগটি ওই মহিলার মেয়ের স্কুলের ব্যাগ। তখন গেটের উল্টোদিকের তাকে পড়ে থাকা একটি ব্যাগ দেখাতেই মহিলা জানান, এটিই তাঁর মেয়ের। সঙ্গে সঙ্গে কন্ডাকটর সেই ব্যাগ তুলে দিলেন ওই মহিলার হাতে। তা পেয়েই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন ওই মহিলা। ব্যাগ মহিলার হাতে তুলে দিয়ে সরকারি বাসের কন্ডাকটরের আশ্বাস, “বাসে ফেলে গেলে ঠিক ফেরত পাবেন।”

শুক্রবার দুপুর দেড়টা-পৌনে ২টো নাগাদ এই ঘটনা ঘটেছে ইএম বাইপাসের উপরে সায়েন্স সিটির কাছে। বাসে ফেলে যাওয়ার পর মেয়ের স্কুলের ব্যাগ ফেরত পেয়ে খুশি ওই মহিলাও। এ বিষয়ে তিনি বলেছেন, “বাস থেকে নেমেই খেয়াল করি মেয়ের ব্যাগ নিতে ভুলে গিয়েছি। মেয়ের ওই ব্যাগে বই, খাতা ছাড়াও স্কুলের দরকারি জিনিস ছিল। তখনই একটি এসি বাস দেখে আমি উঠে যাই। এসি বাসের চালককে সমস্যার কথা বলি। অনুরোধ করি সামনের ওই বাসকে ওভারটেক করে আমাকে ধরিয়ে দিতে। উনি খুব তৎপরতার সঙ্গে আমার অনুরোধ রেখেছেন। আমি এর জন্য কৃতজ্ঞ।” এসি বাসের চালকের এ নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওই সরকারি বাসের কন্ডাকটর বলেছেন, “বাসে কেউ কিছু ফেলে গেলে আমরা ডিপোতে পৌঁছে তা জমা দিয়ে দিই। যাতে সেখানে যোগাযোগ করে তা ফিরে পেতে পারেন। ওই মহিলা ব্যাগ ফেলে গিয়েছিলেন। এর কয়েক মিনিটের মধ্যেই তিনি এসে তা ফেরতও নিয়েছেন। বেশ অন্য রকম ঘটনা ঘটল।”