Yatri sathi: কেন্দ্রের কাছে প্রশংসা পেল রাজ্যের আরও এক প্রকল্প

রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের উদ্যোগে পরিচালিত ‘যাত্রী সাথী’ প্রকল্পকে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA), ভারত সরকার ‘Award of Excellence’ এবং সেরা নগর পরিবহন প্রকল্পের চলমান ট্রফি প্রদান করেছে।

Yatri sathi: কেন্দ্রের কাছে প্রশংসা পেল রাজ্যের আরও এক প্রকল্প
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2025 | 7:37 PM

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প আগেই আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছিল। সরকারের এই প্রকল্পে সাধুবাদ জানিয়েছিলেন অনেকেই। মেয়েদের পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে কন্যাশ্রী প্রকল্প যে কতটা সাহাস্য করে তা বলার অপেক্ষা রাখে না। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি প্রকল্প কেন্দ্রের প্রশংসা কুড়োল। আগেই ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প পেয়েছিল কেন্দ্রের সম্মান। আর এবার ‘যাত্রী সাথী’ প্রকল্প পেল কেন্দ্রের সেরা নগর পরিবহন প্রকল্পের সম্মান।

রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের উদ্যোগে পরিচালিত ‘যাত্রী সাথী’ প্রকল্পকে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA), ভারত সরকার ‘Award of Excellence’ এবং সেরা নগর পরিবহন প্রকল্পের চলমান ট্রফি প্রদান করেছে।

এই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই এক্স (Twitter)-এ তিনি লিখেছেন, “এটি পশ্চিমবঙ্গের জন্য এক গর্বের মুহূর্ত। মানুষের স্বার্থে গড়ে ওঠা এই চলাচলব্যবস্থা ইতিমধ্যে একাধিক রাজ্যে অনুসরণ করা হচ্ছে।” এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ১.৪২ কোটি যাত্রা সম্পন্ন হয়েছে, উপকৃত হয়েছেন ১.৩ লক্ষ চালক ও ৪৫ লক্ষ যাত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, “এই অসাধারণ কাজের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন। আবারও প্রমাণিত — আজ যা ভাবছে বাংলা, কাল তা ভাবছে ভারত।”

যাত্রী সাথী হল পশ্চিমবঙ্গ সরকারের একটি পরিবহন প্রকল্প। এটি একটি অ্যাপ্লিকেশন। যা মূলত কলকাতা এবং তার আশেপাশের কয়েকটি জায়গায় ট্যাক্সি ও বাস পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হল যাত্রীদের জন্য সহজ ও সাশ্রয়ী মূল্যে পরিবহন ব্যবস্থা সুনিশ্চিত করা।