Kolkata Metro: KKR-এর খেলা দেখে বাড়ি ফিরুন নিশ্চিন্তে, রাত ১২ টার পরও মিলবে মেট্রো

Kolkata Metro: মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রাত ১২ টার পরও মেট্রো পাওয়া যাবে। এসপ্লানেড স্টেশন থেকে এই বিশেষ মেট্রোগুলি পাওয়া যাবে।

Kolkata Metro: KKR-এর খেলা দেখে বাড়ি ফিরুন নিশ্চিন্তে, রাত ১২ টার পরও মিলবে মেট্রো
কলকাতা মেট্রো
Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2023 | 7:11 PM

কলকাতা : ফের একবার মিড নাইট মেট্রো সার্ভিস পাবেন কলকাতার বাসিন্দারা। কলকাতা মেট্রোর তরফে আইপিএল উপলক্ষ্যে এই বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে। ১১ মে কলকাতার ইডেন গার্ডেনস রয়েছে আইপিএল-এর ম্যাচ। কেকেআর (KKR)-এর মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (RR)। সেই খেলা শেষ হওয়ার পর যাতে দর্শকদের বাড়ি ফেরার সময় মেট্রো পেতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়টা নিশ্চিত করতেই এই পরিষেবা দেওয়া হচ্ছে। মূলত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের এতে বিশেষ সুবিধা হবে।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রাত ১২ টার পরও মেট্রো পাওয়া যাবে। এসপ্লানেড স্টেশন থেকে এই বিশেষ মেট্রোগুলি পাওয়া যাবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা হবে ইডেনে। এসপ্লানেড থেকে মেট্রো ছাড়বে রাত ১২ টা ১৫ মিনিটে। ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছবে রাত ১২ টা ৪৮ মিনিটে। আর কবি সুভাষ স্টেশনের জন্য চলবে আরও একটি মেট্রো। সেই মেট্রোও এসপ্লানেড থেকে রাত ১২ টা ১৫ মিনিটে ছাড়বে। কবি সুভাষে পৌঁছবে রাত ১২ টা ৪৮ মিনিটে।

শুধুমাত্র স্মার্টকার্ড ও টোকেনের জন্য এসপ্লানেড মেট্রো স্টেশনে কাউন্টারগুলি খোলা রাখা হবে। এর ফলে শহরের ক্রিকেটপ্রেমি মানুষ সহজেই গন্তব্যে পৌঁছে যাবেন। দুদিকের মেট্রোই পথে সবকটি স্টেশনে দাঁড়াবে।

প্রসঙ্গত, এর আগেও ইডেনে কলকাতার ম্যাচের দিনগুলিতে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধু ইডেনের ম্যাচের সময়েই নয়, অতীতে যুবভারতীর ডার্বির সময়ে কিংবা কলকাতা বইমেলার সময়েও অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানো হয়েছে।