
দেশের একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন। এই পর্বে এসআইআর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও। একই সঙ্গে একাধিক প্রশ্নও জাগছে আমাদের মনে। কোন কালিতে ফর্ম ফিলআপ হবে? আত্মীয়ের বিবরণ কীভাবে ফিলআপ করবেন? কিন্তু এই সবের মধ্যেই আরও একটা প্রশ্ন চলে আসে। এই যে এনুমারেশন ফর্ম যেটা বিএলও আপনাকে দিয়ে গিয়েছে, সেই ফর্ম যখন জমা দেবেন সঙ্গে কোন কোন ডকুমেন্ট জমা করবেন আপনি?
আপনার বিএলও আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে গিয়েছেন। আপনি ফর্ম ফিলআপও করেছেন নিশ্চয়। কিন্তু আপনি কি জানেন, আপনাকে কোন ডকুমেন্ট দিতে হবে এই ফর্মের সঙ্গে? ইলেকশন কমিশন বলছে, এই ফর্মের সঙ্গে আপনাকে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। তাহলেই হবে। আর কেমন ছবি দিতে হবে, সেটা জানতে তো আপনাকে ক্লিক করতে হবে এখানে।
এ ছাড়া আধার ও যে ১১টি নথির কথা জানিয়েছেন কমিশন সেই নথি আপনাকে কি দিতে হবে? কমিশন বলছে, এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সঙ্গে কোনও নথিই আপনাকে জমা দিতে হবে না। তাহলে? আসলে আপনি যে ফর্ম জমা করছেন, সেই ফর্ম থেকে একটি খসড়া তালিকা বানাবে কমিশন। সেই খসড়া তালিকায় নাম তোলার জন্য আপনি যদি শুধু ফর্ম ফিলআপ করে দেন, তাহলেই হবে। শুধুমাত্র ২০০২ সালের তালিকা অনুযায়ী আপনার বা আপনার আত্মীয়ের সঠিক তথ্য লিখতে হবে আপনাকে।
তাহলে নথি? এসআইআরের খসড়া তালিকায় নাম না থাকলে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন। সেই ক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয়, বৈধ ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তাহলেই হবে। তার আগে পর্যন্ত আপনার কোনও ডকুমেন্ট চাইছে না ইলেকশন কমিশন।