Kolkata Airport: বিমান তখন কলকাতার আকাশে, সংজ্ঞা হারাল ১৭-র কিশোরী, মধ্যরাতে ব্যর্থ হল সব প্রচেষ্টা

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 26, 2024 | 2:31 PM

Kolkata Airport: বিমানের আসনে তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে সহকারী যাত্রীরা কেবিন ক্রু-র দৃষ্টি আকর্ষণ করে। সেই মতো কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করলে কলকাতার এটিসি-র সঙ্গে যোগাযোগ করা হয়।

Kolkata Airport: বিমান তখন কলকাতার আকাশে, সংজ্ঞা হারাল ১৭-র কিশোরী, মধ্যরাতে ব্যর্থ হল সব প্রচেষ্টা
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: কলকাতার আকাশে মর্মান্তিক ঘটনা। মাঝ আকাশেই সংজ্ঞাহীন হয়ে পড়ল ১৭ বছরের কিশোরী। গন্তব্য তখনও অনেক বাকি। কেবিন ক্রুই সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেন বিমানের পাইলটের কাছে। এরপর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তড়িঘড়ি নামানো হয় বিমান। কিশোরীকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরাও। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, ‘ইরাকি এয়ারওয়েজে’র আই এ ডব্লু ৪৭৩ বিমানটি বাগদাদ থেকে চিনের গুয়াংজু যাচ্ছিল। কলকাতার আকাশ দিয়ে যখন বিমানটি যাচ্ছে, সেই সময়ই ইরাকের নাগরিক, বছর ১৭ কিশোরী ডেকান সমীর আহমেদ অচৈতন্য হয়ে পড়ে।

বিমানের আসনে তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে সহকারী যাত্রীরা কেবিন ক্রু-র দৃষ্টি আকর্ষণ করে। সেই মতো কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করলে কলকাতার এটিসি-র সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণ করার অনুমতি দেওয়া হয় কলকাতায়।

বুধবার রাত ১০টা ৮ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং
৭ নম্বর পার্কিং বে তে পার্ক করানো হয় বিমানটি। বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকেরা দ্রুততার সঙ্গে পৌঁছে যায় ওই বিমানে। প্রাথমিক চিকিৎসায় কিশোরীর কোনও রকম সাড়া না পাওয়ায়, দেরী না করে এয়ার ইন্ডিয়ার অ্যাম্বুলেন্সে করে অপারেশন গেট ৫ নম্বর থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। সেখানে চিকিৎসকেরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরে বিমানটি রাত ১টা ১৮মিনিটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

ওই বিমানযাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

Next Article