Kolkata Metro করে Airport যাবেন! সঙ্গে লাগেজ নিতে পারবেন তো?

Kolkata Metro, Luggage Rule: ১৯৮৪ সালে জারি হওয়া কলকাতা মেট্রোর নিয়ম বলছে, একজন যাত্রী সর্বোচ্চ ১০ কেজি লাগেজ নিয়ে ট্রেনে উঠতে পারেন। আর নতুন কোনও রুটের ক্ষেত্রেই সেই নিয়ম বদলায়নি।

Kolkata Metro করে Airport যাবেন! সঙ্গে লাগেজ নিতে পারবেন তো?
Image Credit source: X (Narendra Modi)

Aug 28, 2025 | 12:04 PM

শহরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কিভাবে মেট্রো করে বিমানবন্দর যাবেন, তা তো আগেই বলেছি। কিন্তু আপনি চাইলেই কি বিমান ধরতে পারবেন মেট্রো করে গিয়ে? এমন প্রশ্ন আসতেই পারে, তার কারণ মেট্রোতে লাগেজ নিয়ে যাওয়ার সর্বোচ্চ একটা সীমা রয়েছে। আর এই সীমা লঙ্ঘন করলেই আপনাকে জরিমানা করবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

১৯৮৪ সালে জারি হওয়া কলকাতা মেট্রোর নিয়ম বলছে, একজন যাত্রী সর্বোচ্চ ১০ কেজি লাগেজ নিয়ে ট্রেনে উঠতে পারেন। আর নতুন কোনও রুটের ক্ষেত্রেই সেই নিয়ম বদলায়নি। ফলে, নতুন মেট্রো করে একজন যাত্রী সবচেয়ে বেশি ১০ কেজি মালপত্র নিয়ে যেতে পারবেন। অন্যদিকে, বিমানে এই লিমিট ১৫ কেজি। এ ছাড়াও একজন যাত্রী নিজের সঙ্গে ৭ কেজি জিনিস রাখতে পারেন। ফলে, মেট্রোর এই নিয়ম বিমানবন্দরগামী যাত্রীদের জন্য শিথিল করা না হলে মেট্রো করে গিয়ে বিমান ধরার পরিকল্পনায় সমস্যা তৈরি হতে পারে।

তবে, কলকাতা মেট্রো যে পরিমাণ যাত্রী বহন করে তাতে নিজের সঙ্গে ১০ কেজি লাগেজ বয়ে নিয়ে যাওয়াও বাতুলতা মনে হতে পারে। কারণ, অফিস টাইমে ব্লু-লাইন বা ইস্ট-ওয়েস্ট মেট্রোতে মাছি গলার জায়গাও থাকে না। আর সেখানে ১০ কেজি লাগেজ নিয়ে ওটাও কষ্টকর। তবে, এই বিষয়ে মেট্রো কোনও পরিকল্পনার কথা জানায়নি। ফলে, আগামীতে কী হয়, সেদিকেই তাকিয়ে যাত্রীসাধারণ।