AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baguiati Crime: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, জমি-বাড়ি হাতানোর অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

Kolkata: কয়েক বছর আগে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল।

Baguiati Crime: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, জমি-বাড়ি হাতানোর অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 2:54 PM
Share

বাগুইআটি: বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু রাখেনি কথা। তরুণীর সঙ্গে সহবাস ও তার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ।

সূত্রের খবর, বালিগঞ্জ এলাকার ওই ব্যবসায়ীর সঙ্গে কয়েক বছর ধরেই এক তরুণীর সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে সহবাস করেছেন বলেও অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। কিন্তু পরবর্তী সময়ে তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন তিনি এখানেই শেষ নয়। পাশাপাশি তাঁকে মেরে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর সোজা বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।

ওই তরুণী জানান, “দীর্ঘ দুই বছর ধরে ওই ব্যবসায়ী আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে। আমার বাবা মারা যাওয়ার পর ও আমাদের যে দোকান ছিল সেই দোকান নিজের নামে লিখিয়ে নিয়েছে। পাশাপাশি আমার মায়ের আর দিদির আঙুলের ছাপ নিয়েছে কাউকে না বলে। আমাদের একটা জমি ছিল। সেই জমিটুকুও লিখিয়ে নিয়ে সেটা বিক্রি করে দিয়েছে। এরপর ও আমায় বিয়ে করতে অস্বীকার করে। এরপর আমি থানায় অভিযোগ দায়ের করি। আমি চাই শাস্তি হোক।”

ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হবে। জানা গিয়েছে, তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত চালাবে বাগুইআটি থানার পুলিশ।

এদিকে, কলকাতায় পুরভোটের আগে বিপুল পরিমাণে নগদ টাকার হদিশ মিলল। এক কোটি টাকা-সহ শহর থেকে গ্রেফতার এক যুবক। পার্ক স্ট্রিট থেকে তাঁকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ। মঙ্গলবারই ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

সোমবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা একটি অভিযান চালান। সেই অভিযানে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে এক যুবককে আটক করা হয়। তাঁর গতিবিধি সন্দেহভাজন ছিল বলেই পুলিশ সূত্রে খবর। এরপরই তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে এক কোটি টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ তিনি কোথা থেকে নিয়ে এসেছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, এত টাকা নগদ সঙ্গে রাখার কারণই বা কী তা খতিয়ে দেখছে এসটিএফ।

আরও পড়ুন: Firhad Hakim on Singur BJP Protest: ‘আমাদের মাস্টারমশাইকেও নিয়ে গিয়েছিলন…ওভাবে সিঙ্গুর দখল হয় না’

আরও পড়ুন: BJP Protest in Singur Live Updates: কৃষকের পক্ষে ধরনায় বিজেপি, ১৫ বছর পর ফের উত্তাল সিঙ্গুরের মাটি