
কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় তৈরি হচ্ছে রেলওভার ব্রিজ। দীর্ঘদিন ধরেই এই ব্রিজটির দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। যাতায়াতের সুবিধার জন্যই মুলত এটির দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। এবার এই ব্রিজটি নিয়েই শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে দেখা করতে এলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।
কেন দেখা করলেন DRM-এর সঙ্গে?
মূলত, এই ব্রিজটির কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয় সেই কারণেই গিয়েছিলেন ইউসুফ। আজ, বুধবার বেরিয়ে এসে তিনি বলেন, “বেলডাঙায় রেলওভার ব্রিজ তৈরি হচ্ছে। দ্রুত কাজ যাতে শেষ হয় তার জন্য ডিআরএম-এর কাছে আবেদন করেছি। একইসঙ্গে আমার সংসদ এলাকায় একাধিক রেলের প্রকল্পের কাজ চলছে। সেগুলির কাজ দ্রুত যাতে শেষ হয় সে ব্যাপারে আলোচনা করেছি।” এছাড়াও তিনি বলেন, “পুজো এবং অন্যান্য উৎসব স্পেশাল ট্রেন যাতে আমার সংসদীয় এলাকার থেকে যাতে চালানো হয়। তার জন্য ডিআরএম-এর কাছে একটি চিঠি দিয়েছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানালেন বহরমপুরের সাংসদ।”
শিয়ালদহ ডিপিও একলব্য চক্রবর্তী বলেন, “ইউসুফ পাঠান ও DRM-এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ভিতরে কী কথা হয়েছে জানি না। কতগুলো ব্রিজ নিয়ে কথা হয়েছে। ইউসুফ বলেছেন মিটিং নিয়ে তিনি সন্তুষ্ট।”
বস্তুত, ‘বেলডাঙা নাগরিক কল্যাণ সমিতি’ দীর্ঘদিন ধরে এই রেলগেটটিতে একটি ওভারব্রিজ তৈরির দাবি জানিয়ে আসছিল। এরপর পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে কয়েকটি স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। সংশ্লিষ্ট ওভারব্রিজটি তৈরি হলে রেলগেটটিতে যানজট কমবে। তার থেকেও বড় কথা, নিরাপত্তা সুনিশ্চিত হবে।