Yuvabharati Stadium: যুবভারতীকাণ্ডে দর্শকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু

Yuvabharati Stadium: তদন্তে নেমে আয়োজক শতুদ্রু দত্তের সংস্থা থেকে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। নিম্ন ও উচ্চ আদালতে সওয়াল জবাবে সেই বিষয়টিও উল্লেখ করেছেন। চলতি সপ্তাহেই আলিপুর আদালতে শুনানিতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করেন, যুবভারতীতে মেসিকে আনা নিয়ে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

Yuvabharati Stadium: যুবভারতীকাণ্ডে দর্শকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু
মেসিকাণ্ডে দর্শকদের টাকা ফেরত শুরুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 01, 2026 | 5:25 PM

কলকাতা:  যুবভারতীকাণ্ডে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু সিটের। টাকা ফেরতের জন‍্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। দর্শকদের কাছে টিকিট বিক্রি করে সংস্থা ১৯ কোটি টাকা তোলে। আয়োজক সংস্থার দায়িত্ব দেওয়া জোমাটো কর্তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। ঘটনার পর ডিজিপি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে দর্শকদের আশ্বস্ত করেছিলেন, তাঁদের প্রত্য়েকের টাকা ফেরত দেওয়া হবে। এবার সেই প্রক্রিয়া শুরু হল।

তদন্তে নেমে আয়োজক শতুদ্রু দত্তের সংস্থা থেকে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। নিম্ন ও উচ্চ আদালতে সওয়াল জবাবে সেই বিষয়টিও উল্লেখ করেছেন। চলতি সপ্তাহেই আলিপুর আদালতে শুনানিতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করেন, যুবভারতীতে মেসিকে আনা নিয়ে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাঁর বক্তব্য, “এই তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রায় ৩৫ হাজার মানুষ টিকিট কেটেছিলেন। ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল।” সেদিনের অশান্তি, বিশৃঙ্খলায়  ২ কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল।

প্রসঙ্গত, মেসি-দর্শন নিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুবভারতী স্টেডিয়াম। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটার পরও দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব চালান। ঘটনার দিনই বিকালেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে।

এরপরই সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি আশ্বাস দেন, “যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের, না হলে আইনি ব্যবস্থা।” এই ঘটনায় অবশ্য ডিজিপি-কেও শোকজ করা হয়।