Politics of Bengal: বাংলার রাজনৈতিক অভিধানে নব সংযোজন ‘জমিদারি’!

Abhishek Banerjee: সাম্প্রতিককালে বাংলার রাজনৈতিক অভিধানে এই 'জমিদারি' শব্দের আমদানি হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত কয়েকদিন ধরে একাধিকবার এই 'জমিদারি' শব্দের ব্যবহার করেছেন তিনি। রাজনীতির ময়দান থেকে এই 'জমিদারি' প্রথার বিলোপের ডাক দিয়েছেন তৃণমূলের 'সেকেন্ড-ইন-কমান্ড'।

Politics of Bengal: বাংলার রাজনৈতিক অভিধানে নব সংযোজন জমিদারি!
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Oct 06, 2023 | 12:48 PM

কলকাতা: জয় বাংলা, জয় শ্রীরাম… এমন অনেক শব্দবন্ধ ইতিপূর্বেই ঢুকে গিয়েছে বাংলার রাজনৈতিক অভিধানে। আর এবার তাতে নব সংযোজন ‘জমিদারি’। সাম্প্রতিককালে বাংলার রাজনৈতিক অভিধানে এই ‘জমিদারি’ শব্দের আমদানি হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত কয়েকদিন ধরে একাধিকবার এই ‘জমিদারি’ শব্দের ব্যবহার করেছেন তিনি। রাজনীতির ময়দান থেকে এই ‘জমিদারি’ প্রথার বিলোপের ডাক দিয়েছেন তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’। দিল্লি পুলিশ আটক করার রাতে এক্স হ্যান্ডেলে ‘জমিদারি’ শব্দের ব্যবহার করেছিলেন তিনি।

বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে বিঁধতে ‘জমিদারি’ প্রথার অবসানের পক্ষে সওয়াল তুলেছেন অভিষেক। এর পাশাপাশি আবার গতকাল রাজভবনের বাইরের অবস্থান মঞ্চ থেকেও সেই কথা বলেছেন তিনি। রাজ্যপালের বোসের সাক্ষাৎ না পাওয়া নিয়ে মন্তব্য করার সময়েও ‘জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই’-এর কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের মন্তব্যের পর রাতে রাজ্যপালের বিবৃতিতেও ‘জমিদারি’ শব্দের প্রয়োগ। কোনটা জমিদারি আর কোনটা জমিদারি নয়… কোনটা নয়া-জমিদারি… সেই সবের ব্যাখ্যা নিজের বিবৃতিতে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ‘জমিদারি’ শব্দের আক্ষরিক অর্থের ব্যাখ্যাও খুঁজে খুঁজে নিশানা করেছেন তৃণমূলকে। গতকালই এই বিবৃতি এসেছে রাজ্যপাল বোসের।

আর এদিকে আজ সকালে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁর এক্স হ্যান্ডেলে ব্যবহার করেছেন ‘জমিদারি’ শব্দটি। রাজভবনের বাইরে তৃণমূলের অবস্থান মঞ্চকে নিশানা করার সময় ‘জমিদারি’ শব্দটি প্রয়োগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা।

আম নাগরিকের নানা আলোচনায় ‘জমিদারি’ কথাটি বিভিন্ন সময়ে উঠে এসেছে বটে। কিন্তু রাজনৈতিক আলোচনার আক্রমণ, পাল্টা আক্রমণে বেশ কয়েক দশক আগে বিলোপ হওয়া যাওয়া ‘জমিদারি’ শব্দ যেন আবার ফিরে এল।