
কিন্তু বর্ষাকালে ভ্রমণের সময় কিছু জিনিস মাথায়া রাখলে বৃষ্টিতেও কোনও অসুবিধা হওয়ার অভিযোগ থাকবে না। বর্ষায় সেরা ভ্রমণের টিপস নিয়ে কিছু কথা শেয়ার করা হল...

বর্ষার মরসুমে ভ্রমণের সময় পোশাকের ব্যাপারে বি্শেষ নজর দেএয়া দরকার। সিন্থেটিক কাপড় হালকা ওজনের ও আর্দ্র আবহাওয়ার জন্য একেবারেই উপযুক্ত পোশাক। এটি দ্রুত শুকিয়ে যায়. আবার আরামদায়কও বটে।

এই সময় মশা ও অন্যান্য পোকামাকড়, মৌমাছির কামড় ভ্রমণকে যাতে জটিল না করে দেয়, তার জন্য ব্যাকপ্যাকে থাকুক পোকামাকড় প্রতিরোধের জন্য রোল-অন বা স্টিক-অন রাখতে পারেন।

ব্যাকপ্যাকে অবশ্যই রাখুন হালকা ওজনের রেইনকোট ও ছাতা।, প্রতিবার বৃষ্টিতে যাতে ভিজতে না হয়, তার জন্য এই দুটি ছাড়া কখনও ভ্রমণ সম্ভব নয়।

বর্ষায় বেড়াতে গেলে অবশ্যই ওয়াটারপ্রুফ লাগেজ সঙ্গে নিন। যদি ট্রাভেল ব্যাগ ব্যবহার করেন তাহলে অবশ্যেই ওয়াটারপ্রুফ কভার বেছে নিন। ব্যাগের ভিতর জিনিসপত্র নিরাপদে রাখতে ও ক্ষতির হাত থেকে বাঁচতে ওয়াটারপ্রুফ ব্যাগ অত্যন্ত প্রয়োজন।

ফোন, ট্যাবলেট বৃষ্টিতে বিজে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভ্রমণের সময় ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে রক্ষা করার জন্য এয়ারটাইট, স্বচ্ছ্ব ওয়াটারপ্রুফ কভার রেখে দিন।