Monsoon Trip Travelling Tips: বর্ষায় ভ্রমণের সময় এই অতিপ্রয়োজনীয় ৫ টিপস একেবারেই ভুলবেন না যেন…
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 04, 2021 | 12:20 PM
বর্ষার মরসুমের বৃষ্টি ভেজা সতেজ ও প্রাণবন্ত প্রাকৃতিক পরিবেশের টানে বেড়িয়ে পড়েন বহু পর্যটকরাই। আবার অনেকে ভ্রমণের নেশা থাকলেও শুধুমাত্র বৃষ্টির দিনগুলিকে এড়িয়ে যেতে চান।
1 / 6
কিন্তু বর্ষাকালে ভ্রমণের সময় কিছু জিনিস মাথায়া রাখলে বৃষ্টিতেও কোনও অসুবিধা হওয়ার অভিযোগ থাকবে না। বর্ষায় সেরা ভ্রমণের টিপস নিয়ে কিছু কথা শেয়ার করা হল...
2 / 6
বর্ষার মরসুমে ভ্রমণের সময় পোশাকের ব্যাপারে বি্শেষ নজর দেএয়া দরকার। সিন্থেটিক কাপড় হালকা ওজনের ও আর্দ্র আবহাওয়ার জন্য একেবারেই উপযুক্ত পোশাক। এটি দ্রুত শুকিয়ে যায়. আবার আরামদায়কও বটে।
3 / 6
এই সময় মশা ও অন্যান্য পোকামাকড়, মৌমাছির কামড় ভ্রমণকে যাতে জটিল না করে দেয়, তার জন্য ব্যাকপ্যাকে থাকুক পোকামাকড় প্রতিরোধের জন্য রোল-অন বা স্টিক-অন রাখতে পারেন।
4 / 6
ব্যাকপ্যাকে অবশ্যই রাখুন হালকা ওজনের রেইনকোট ও ছাতা।, প্রতিবার বৃষ্টিতে যাতে ভিজতে না হয়, তার জন্য এই দুটি ছাড়া কখনও ভ্রমণ সম্ভব নয়।
5 / 6
বর্ষায় বেড়াতে গেলে অবশ্যই ওয়াটারপ্রুফ লাগেজ সঙ্গে নিন। যদি ট্রাভেল ব্যাগ ব্যবহার করেন তাহলে অবশ্যেই ওয়াটারপ্রুফ কভার বেছে নিন। ব্যাগের ভিতর জিনিসপত্র নিরাপদে রাখতে ও ক্ষতির হাত থেকে বাঁচতে ওয়াটারপ্রুফ ব্যাগ অত্যন্ত প্রয়োজন।
6 / 6
ফোন, ট্যাবলেট বৃষ্টিতে বিজে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভ্রমণের সময় ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে রক্ষা করার জন্য এয়ারটাইট, স্বচ্ছ্ব ওয়াটারপ্রুফ কভার রেখে দিন।