হেরোইনে ভরা ছেলের খেলনা, বাবার হাতে হাতকড়া

লকডাউন পর্বে, কাজ সে ভাবে ছিল না। অথচ টাকার দরকার। পাশাপাশি, নিজেও মাদক সেবন করতে পারছিল না শাকির। তাই এক ঠিলে দুই পাখি মারতেই এই মাদক পাচারের কাজে নাম লেখায় সে। গ্রেফতারির পর নিজেই এই কথা জানিয়েছে অভিযুক্ত শাকির।

হেরোইনে ভরা ছেলের খেলনা, বাবার হাতে হাতকড়া
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Dec 09, 2020 | 11:26 AM

বেঙ্গালুরু:  একটা সাধারণ সফট টয়(Soft Toy)। টেডি বেয়ার (Teddy Bear)। কিন্তু ওই তুলো ভরা সফট টয়ের পেটের ভেতরেই লুকিয়ে বিষ। হেরোইন, এমডিএমএ-সহ প্রায় ২৮ লক্ষ টাকার চোরাই মাদক পাচারের(Drug Smuggling) অভিযোগে ৩৪ বছর বয়স্ক এক ক্যাব চালককে এমভি গার্ডেন থেকে গ্রেফতার করল বেঙ্গালুরু (Bengaluru) পুলিস।

পুলিসের দাবি, অসমের(Assam) বাসিন্দা ওই ক্যাব চালক শাকির হাসান চৌধুরি নিজে মাদকাসক্ত। সেখান থেকেই ধীরে ধীরে সে পাচারকারীর(Drug Smuggling) দলে নাম লেখায়। মূলত, বাংলাদেশ থেকেই গোপনে মাদক এনে বড় শহরগুলিতে পাচার করে। প্রতিমাসে অসমে(Assam) পরিবারের কাছে ফেরার সময়ে ছেলেমেয়েদের জন্য নানারকমের খেলনা নিয়ে যায় শাকির। সেই খেলনা বা সফট টয়ের(Soft Toy) মধ্যেই ভরা থাকে মাদক ও মাদকজাত দ্রব্য।

শাকিরের স্ত্রী বা ছেলেমেয়ে এই বিষয়ে বিন্দুমাত্র অবগত নয়। সীমান্ত পার হতে বা ট্রেন সফরে গেলে ওই খেলনা বাচ্চাদের হাতে ধরিয়ে দিত শাকির। পুলিসও সন্দেহ করত না। এভাবেই দীর্ঘদিন চলছিল অবৈধ মাদক পাচার। বড় শহরের কর্পোরেট সংস্থার কর্মী ও কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের একটা বড় অংশ ছিল শাকিরের খদ্দের।

আরও পড়ুন :  কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে স্বস্তি, প্রতিষেধক পাওয়ার অপেক্ষায় দেশ

লকডাউন পর্বে, কাজ সে ভাবে ছিল না। অথচ টাকার দরকার। পাশাপাশি, নিজেও মাদক সেবন করতে পারছিল না শাকির। তাই এক ঢিলে দুই পাখি মারতেই এই মাদক পাচারের কাজে নাম লেখায় সে। গ্রেফতারির পর নিজেই এই কথা জানিয়েছে অভিযুক্ত শাকির। শাকিরের সঙ্গে জড়িত গোটা পাচারকারীর চক্রটিকেই ইতিমধ্যে শনাক্ত করেছে পুলিস। খুব শিগগিরই গ্রেফতারি পরোয়ানা চালু হবে। পুলিসের এই অনুসন্ধানের জন্য ৩৫ হাজার টাকার পুরস্কার মূল্য ধার্য করেছেন বেঙ্গালুরু পুলিস কমিশনার কমল পন্থ। অভিযুক্ত শাকিরের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোটিক সাবস্টেন্স অ্যাক্ট (১৯৮৫) অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ১৮(বি) এবং ২২(সি) ধারা মামলা করা হয়েছে।