সোশ্যাল মিডিয়ায় এক যুবকের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছেলে এবং একটি মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে। তখন দুই দুষ্কৃতী বাইকে করে তাদের পথ আটকায়। এরপর তারা ডাকাতির চেষ্টা করে। কিন্তু পরের মুহুর্তে ছেলেটি দু’জনের মধ্য়ে একজনের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে মাটিতে ফেলে মারতে শুরু করে। আর এক দুষ্কৃতী বাইকটি নিয়ে বার-বার তার পাশ থেকে যেতে থাকে। ছেলেটি ততক্ষণ পর্যন্ত মারতে থাকে,যতক্ষণ না সেখানে অন্য় কোনও ব্য়ক্তি আসছে। পুরো ঘটনাটি কাছাকাছি লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে ,যার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিয়োটি টুইটারে @vichoguate নামের একটি অ্য়াকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। মাত্র ৪৫ সেকেন্ডের এই ক্লিপটি এখনও পর্যন্ত ৬০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। একই সময়ে,পোস্টটিতে ২৪ হাজারেরও বেশি রিটুইট এবং ২.৫ লাখ লাইক রয়েছে।