AC Tips: এসি মেশিন বিস্ফোরণের আগের লক্ষণগুলি জেনে নিন
Sukla Bhattacharjee |
Jun 22, 2024 | 5:57 PM
AC Gas Leak: বর্তমানে অধিকাংশ বাড়িতেই দিনের বেশিরভাগ সময় এসি চলতে থাকে। ফলে এসি-র সমস্যাও বাড়ছে। এসি-র গ্যাস লিক হলে এবং সচেতন না হলে বিস্ফোরণ ঘটতে পারে। এসি-র গ্যাস লিক হওয়ার লক্ষণগুলি জেনে নিলে বিপদ এড়ানো সম্ভব। এসি-র গ্যাস লিক হলে কীভাবে বুঝবেন জেনে নিন।
1 / 8
গরমের সঙ্গে পাল্লা দিয়ে এসি-র চাহিদা বাড়ছে। অধিকাংশ বাড়িতেই দিনের বেশিরভাগ সময় এসি চলতে থাকে। ফলে এসি-র সমস্যাও বাড়ছে। হামেশাই এসি বিস্ফোরণ, এসি মেশি থেকে দুর্গন্ধ বেরোনোর ঘটনা শোনা যাচ্ছে
2 / 8
অনেকেই এসি মেশিনের সমস্যাগুলি সম্পর্কে সচেতন নন। তার ফলেই এসি বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এসি-র গ্যাস লিক হতে শুরু করলে এবং সে বিষয়ে সচেতন না হলে বড় বিপদ হতে পারে
3 / 8
এসি-র গ্যাস লিক হলে এবং সচেতন না হলে বিস্ফোরণ ঘটতে পারে। এসি-র গ্যাস লিক হওয়ার লক্ষণগুলি জেনে নিলে বিপদ এড়ানো সম্ভব। এসি-র গ্যাস লিক হলে কীভাবে বুঝবেন জেনে নিন
4 / 8
অনেক সময়ই এসি চালানোর সঙ্গে সঙ্গে মেশিনের ভিতর একটি অদ্ভুত আওয়াজ হয়। এটা উপেক্ষা করবেন না। এসি মেশিনের গ্যাস লিক হওয়ার লক্ষণ হতে পারে এটি
5 / 8
এসি চালানোর পর অনেক সময়ই মেশিন থেকে পচা গন্ধ বেরোতে থাকে। এটাও গ্যাস লিক হওয়ার লক্ষণ হতে পারে। এরকম হলে অবশ্যই এসি মেশিন বন্ধ করে মেরামত করার ব্যবস্থা করুন
6 / 8
রেফ্রিজারেটরের মতোই এসি-র গ্যাসের গন্ধ খুব পচা। তাই এসি মেশিন চালানোর পরই পচা গন্ধ বেরোলে সেটা শনাক্ত করতে ভুল করবেন না। এসি-র গ্যাস লিক হওয়ার লক্ষণ এটি
7 / 8
এসি-র গ্যাস লিক হলে ঘরও ঝটপট ঠান্ডা হয় না। তাই এসি মেশিন থেকে কোনও আওয়াজ বা দুর্গন্ধ না বেরোলেও ঘর ঠান্ডা না হওয়ার বিষয়টি উপেক্ষা করবেন না। এটা থেকেও বড় বিপদ হতে পারে
8 / 8
এসি টানা দীর্ঘক্ষণ চালালেও কম্প্রেসার গরম হয়ে গিয়ে বিস্ফোরণ বা গ্যাস লিকের সমস্যা হতে পারে। তাই কয়েক ঘণ্টা টানা এসি চালানোর পর কিছুক্ষণ বন্ধ করা এবং ৩-৪ মাস অন্তর এসি মেশিন সার্ভিসিং করা জরুরি