Air India: এয়ার ইন্ডিয়ার কর্মীদের নতুন ইউনিফর্ম, দায়িত্বে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 28, 2023 | 10:37 PM

Manishg Malhotra: বিমানকর্মীদের পোশাক বদলের কথা জানিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩-এর শেষেই এয়ার ইন্ডিয়ার কর্মীদের এক নতুন রূপে দেখা যাবে। যদিও কর্মীদের নতুন কী পোশাক হবে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Air India: এয়ার ইন্ডিয়ার কর্মীদের নতুন ইউনিফর্ম, দায়িত্বে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার
নতুন লুকে দেখা যাবে এয়ার ইন্ডিয়ার কর্মীদের। ফাইল ছবি।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: টাটা গোষ্ঠীর হাত ধরে ইতিমধ্যে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। বদলেছে উড়ানের রূপ। এবার বিমানকর্মীদের পোশাকের বদল ঘটতে চলেছে। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার (Manish Malhotra) হাত ধরেই বিমান-কর্মীদের পোশাক বদলাতে চলেছে। কেবল বিমানকর্মী নয়, গ্রাউন্ডকর্মী থেকে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তারক্ষী-সহ ১০ হাজারেরও বেশি বিমানকর্মীর পোশাকের বদল ঘটতে চলেছে।

বিমানকর্মীদের পোশাক বদলের কথা জানিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩-এর শেষেই এয়ার ইন্ডিয়ার কর্মীদের এক নতুন রূপে দেখা যাবে। যদিও কর্মীদের নতুন কী পোশাক হবে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিমানসেবিকা থেকে সকল কর্মীদের নতুন পোশাক কী হবে, তা নিয়ে ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার শীর্ষ স্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মণীশ মালহোত্রা তাঁর টিমের সদস্যরা। বিমানকর্মীদের নতুন পোশাকেও ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া থাকলে বলে সূত্রের খবর। বিমানসেবিকা থেকে এয়ার ইন্ডিয়ার মহিলা কর্মীদের ইউনিফর্ম শাড়ির মতো দেখতে অথচ চুড়িদার এবং পুরুষ কর্মীদের জন্য স্যুট হতে পারে বলে আলোচনা চলছে।

মণীশ মালহোত্রার হাত ধরেই বিমানকর্মীদের ইউনিফর্মের বদল করার খবরটি নিশ্চিত করেছেন এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন। এয়ার ইন্ডিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেই সামঞ্জস্য রেখেই বিমানকর্মীদের নতুন ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Next Article