হঠাৎ কেন এত হালুয়া খাচ্ছেন অক্ষয়?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Jul 11, 2021 | 4:40 PM

Akshay Kumar: ছবির নাম 'রক্ষা বন্ধন'। পরিচালকের নাম আনন্দ এল রাই। এই ছবির দৌলতেই খাওয়া-দাওয়ায় বাছবিচার ছেড়েছেন পঞ্চাশোর্ধ্ব অক্ষয়।

হঠাৎ কেন এত হালুয়া খাচ্ছেন অক্ষয়?
আর্জি জানালেন অক্ষয়।

Follow Us

বলিউডের অন্যতম ফিট অভিনেতা অক্ষয় কুমার। শরীরের প্রতি তাঁর যত্ন শুরুর দিন থেকে। শরীরের ক্ষতি হবে বলে কোনও নেশা করেন না। তাই তাঁকে সবসময় ফিট অ্যান্ড ফাইন দেখতে অভ্যস্থ দর্শক। এবার আমির, সলমনের মতো ওজন বাড়াচ্ছেন অক্ষয়ও। বলাই বাহুল্য, সবটাই করছেন একটি ছবির চিত্রনাট্যর কথা মাথায় রেখে। কী সেই ছবি?

ছবির নাম ‘রক্ষা বন্ধন’। পরিচালকের নাম আনন্দ এল রাই। এই ছবির দৌলতেই খাওয়া-দাওয়ায় বাছবিচার ছেড়েছেন পঞ্চাশোর্ধ্ব অক্ষয়। জিভে জল আসা সত্ত্বেও সেসব খাবারকে ঠেলে দূরে সরিয়ে রেখেছিলেন এতকাল, সেই সব খাবারে এবার কব্জি ডুবিয়েছেন। ‘রক্ষা বন্ধন’ ছবিতে অক্ষয়ের চরিত্রটি দিল্লির বাসিন্দা। সে বেশ হৃষ্টপুষ্ট। তাই ছবির স্বার্থেই ওজন বাড়ানোর দিকে মন বসিয়েছেন ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’।

ছবির স্বার্থে বারবার ওজন কমাতে হয়েছে অক্ষয়কে। সাম্প্রতিক কালে রোহিত শেট্টির পুলিশ সিরিজের ছবি ‘সূর্যবংশী’র জন্য ৬ কিলো ওজন কমিয়েছেন। অতীতেও বেশকিছু ছবির জন্য ওজন কমিয়েছেন। অক্ষয় বলেছেন, “আমি কোনও ভাবেই নালিশ করছি না। ওজন বাড়ানো এবং কমানোর এই পদ্ধতি বেশ উপভোগ করি আমি। অনেকে মনে করেন, এতে শরীরের আরও ক্ষতি হতে পারে। কিন্তু আমি যেভাবে নিয়ম পালন করি, তাতে শরীরের কোনও ক্ষতি হয় না। আমি স্বাভাবিকভাবে ৫ কেজি ওজন বাড়িয়েছি। পেট ভরে খাচ্ছি মায়ের হাতে তৈরি হালুয়া। সবসময় তো এই সুখ জোটে না কপালে। এখন নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।”

আরও পড়ুন: ফের পিছল অক্ষয় অভিনীত ‘বেল বটম’-এর রিলিজের তারিখ, আগামী মাসে মুক্তির সম্ভাবনা

Next Article