Howrah Local Train Cancellation : রবিবার দিনভর সমস্ত ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

Howrah Local Train Cancellation : রবিবার দিনভর সমস্ত ট্রেন বাতিল থাকছে হাওড়া-বর্ধমান শাখায়। কাজ চলবে বেলানগরের কাছে। সে কারণেই ট্রেন বাতিলের ঘোষণা হাওড়া-বর্ধমান শাখায়।

Howrah Local Train Cancellation : রবিবার দিনভর সমস্ত ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়
বাতিল লোকাল ট্রেন

| Edited By: জয়দীপ দাস

Mar 24, 2023 | 8:07 PM

কলকাতা : বিগত কয়েকদিনে দফায় দফায় ট্রেন বাতিল (Howrah Local Train Cancellation) হয়েছে হাওড়া-শিয়ালদা (Howrah-Sealdah) শাখায়। চলতি সপ্তাহেই ফের ট্রেন বাতিলের (Train Cancellation) ঘোষণা হয়েছে শিয়ালদা শাখায়। এবার বড় ঘোষণা হাওড়া (Howrah Station) শাখায়। শনিবার মধ্যরাত থেকে রবিবার দিনভর সমস্ত লোকাল বাতিল হাওড়া-বর্ধমান কর্ড শাখায়। বেলানগর স্টেশনের কাছে থাকা ইলেক্ট্রনিক ইন্টারলকিংয়ের বদলের কাজ চলবে শনিবার রাত থেকে। চলবে রক্ষণাবেক্ষণের কাজ। সে কারণেই রববির দিনভর এই শাখায় সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা ঘোষণা করে দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তাতেই স্পষ্ট ভাষায় লেখা হয়েছে শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১১.৫৯ পর্যন্ত কোনও ট্রেন চলাচল করবে না হাওড়া-বর্ধমান কর্ড শাখায়। 

লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি ঘুরপথে চলবে বহু দূরপাল্লার ট্রেনও। এদিকে রবিবার হওয়ায় অফিসযাত্রীর ভিড় অন্যদিনের থেকে অনেকটাই কম থাকে। যদিও নিত্য প্রয়োজনে বহু মানুষই ভরসা করেন এই ট্রেনের উপরে। দিনভর ট্রেন বাতিলের ঘোষণায় বাড়ছে উদ্বেগ। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত ৮ জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। ঘুরপথে চলছে যে দূরপাল্লার ট্রেনগুলি.. 

12369 হাওড়া – দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া – ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, 12321 হাওড়া – মুম্বাই এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনই হাওড়া থেকে যাত্রা শুরু করবে ২৬ তারিখ। কর্ড লাইন দিয়ে যাওয়ার পরিবর্তে ওই দিন ব্যান্ডেল – বর্ধমান রুট দিয়ে যাত্রা করবে এই ট্রেনগুলি।  ২৫ তারিখ যাত্রা শুরুর কথা 12346 গুয়াহাটি – হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, 12334 প্রয়াগরাজ রামবাগ – হাওড়া বিভূতি এক্সপ্রেসের। এই ট্রেনগুলিকেও ব্যান্ডেল গিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ঘুরপথে চলবে 12340 ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসও।