দর্জির এক ছোট্ট ভুলে ‘দিওয়ার’-এ অমিতাভের এই লুক হয়ে উঠেছিল ‘স্টাইল স্টেটমেন্ট’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 22, 2021 | 10:24 PM

দিওয়ার মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। ওই ছবির পরিচালক ছিলেন যশ চোপড়া। অমিতাভ ছাড়াও ওই ছবিতে ছিলেন পরভিন ববি, নীতু সিং, শশি কাপুরসহ অনেকেই।

দর্জির এক ছোট্ট ভুলে দিওয়ার-এ অমিতাভের এই লুক হয়ে উঠেছিল স্টাইল স্টেটমেন্ট
এই সেই শার্ট।

Follow Us

‘দিওয়ার’-এ অমিতাভ বচ্চনের নীল ডেনিম শার্ট এবং খাঁকি রঙা প্যান্টের সেই আইকনিক স্টাইল স্টেটমেন্টের কথা মনে আছে? ৮০’র দশকে সেই স্টাইল যেন ইউথ আইকন হয়ে উঠেছিল হঠাৎই। প্যান্টের উপরে শার্টটা বাঁধা। ‘কেয়ারলেসলি কেয়ারফুল’ অমিতাভে মজেছিল যুবক-যুবতীরা। কিন্ত জানেন কি, কোনও ডিজাইনার নয় এক দর্জির ভুলেই অমিতাভকে পরতে হয়েছিল অমন পোশাক। তখন কি তিনি নিজেও ভেবেছিলেন এই পোশাকই একদিন হয়ে যাবে ‘স্টাইল স্টেটমেন্ট’?

এত বছর পর অমিতাভ নিজেই ফাঁস করেছেন সে কথা। দিওয়ার ছবির ওই পোশাকের ছবি শেয়ার করে তিনি বলেন, “ওই যে দেখছেন নটেড শার্ট। এর পিছনে একটি গল্প আছে। প্রথম দিন শুট ছিল। শট রেডি, ক্যামেরা তৈরি। হঠাৎ করেই দেখা গেল শার্টটি হাঁটু ছাড়িয়ে গিয়েছে। পরিচালকের অন্য একটি শার্টের জন্য অপেক্ষা করার সময় ছিল না। সেই জন্য আমি নিজেই শার্টটা বেঁধে নিয়েছিলাম, এবং তারপর…।” এই অজানা গল্প শুনে অবাক নেটিজেন। ‘ভুল’ যে ঠিক হয়ে যায় এভাবে ভাবতেই পারেননি তাঁরা।


দিওয়ার মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। ওই ছবির পরিচালক ছিলেন যশ চোপড়া। অমিতাভ ছাড়াও ওই ছবিতে ছিলেন পরভিন ববি, নীতু সিং, শশি কাপুরসহ অনেকেই।

Next Article