Ankush-Oindrila: অঙ্কুশের হলটা কী! ঐন্দ্রিলাকে বলছেন ভাত-কাপড়ের দায়িত্ব নিতে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 31, 2023 | 9:53 PM

Ankush-Oindrila: সম্পর্কে প্রায় এক যুগ পার করে ফেলেছেন ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। এই দীর্ঘ সম্পর্কে এসেছে নানা চড়াই উতরাই। প্রেম জীবনের সবটাই যে খুব মধুর ছিল এমনটা কিন্তু নয়।

Ankush-Oindrila: অঙ্কুশের হলটা কী! ঐন্দ্রিলাকে বলছেন ভাত-কাপড়ের দায়িত্ব নিতে
অঙ্কুশের হলটা কী!

Follow Us

ঐন্দ্রিলা সেনের কাছে আর্জি অঙ্কুশ হাজরার। তিনি যেন তাঁর ভাত কাপড়ের দায়িত্ব নেন। জীবনে এমনই সফলতা আসুক ঐন্দ্রিলার যে তাঁর যেন কোনওভাবেই অঙ্কুশের উপর ভরসা না করতে হয়। আজ অর্থাৎ শুক্রবার ঐন্দ্রিলার জন্মদিন। সকাল থেকেই তিনি ভেসেছেন শুভেচ্ছায়। আর অঙ্কুশ শুভেচ্ছা জানাবেন না তা কী করে হয়? এক মিষ্টি প্রেমের ভিডিয়ো পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, “জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। এইভাবেই যত্ন করে আগলে রাখবো তোমাকে। খুব ভালো থেকো আর হ্যাঁ আমার হয়ে থেকো। অনেক অনেক সফলতা পাও যাতে আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে দিতে পারি।” পাল্টা উত্তরও দিয়েছেন ঐন্দ্রিলা। জানিয়েছেন, সব দায়িত্ব শুধু তাঁরই। শুধু কি অঙ্কুশ? প্রিয় বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন ঐন্দ্রিলাকে। নিজেদের এক পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, “১৩ বছরের পুরনো ছবি। বিনোদন জগতে আমার প্রথম বন্ধু ও প্রথম সহকর্মী। শুভ জন্মদিন ঐন্দ্রিলা।”

সম্পর্কে প্রায় এক যুগ পার করে ফেলেছেন ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। এই দীর্ঘ সম্পর্কে এসেছে নানা চড়াই উতরাই। প্রেম জীবনের সবটাই যে খুব মধুর ছিল এমনটা কিন্তু নয়। অঙ্কুশ মজার মানুষ হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত হলেও তাঁর আরও এক পরিচিতি রয়েছে। তিনি নাকি বড় প্রেমিক। ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও নাকি জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে। এ কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন অঙ্কুশ। ঐন্দ্রিলার সঙ্গে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, “যাই করি জীবনে তুমি ছিলে আছে থাকবে, মাঝেমধ্যে পা হড়কে যায়। সরল তো আমি, তাই আমি এসে ঠিক ক্ষমা চেয়ে নেব। তুমি ক্ষমা করে দিও। দু-একবার ধরা পড়েছি।” কীভাবে ধরা পড়েন অঙ্কুশ?তাঁর পুরনো ফোন চেক করতে গিয়েই সব সত্যি সামনে চলে আসে।

প্রসঙ্গত, এপ্রিল মাসেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের ছবি ‘লাভ ম্যারেজ’। ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য। এই মুহূর্তে ওই ছবির প্রচারে ব্যস্ত দুই তারকাই। ওদিকে আবার এই বছরই বিয়ে করবেন তাঁরা। কিছুদিন আগেই এ কথা জানিয়েছেন খোদ অঙ্কুশ। চলতি বছরেই আইনি বিয়ে সেরে নেওয়ার ইচ্ছে দুজনেরই। যদিও সামাজিক বিয়ে হতে হতে সেই আগামী বছর।

Next Article
Justice Dipankar Dutta: ‘বার অ্যাসোসিয়েশনগুলি যেন দলগত রাজনীতির বাইরে থাকে’, মন্ত্রী মলয়কে অনুরোধ সুপ্রিম কোর্টের বিচারপতির
Kartik Aaryan secret: মিথ্যে রটনায় জেরবার কার্তিক, আসল সত্যি এবার প্রকাশ্যে