স্বাস্থ্যকর, সুস্বাদু , ঘন স্মুদির জন্য পারফেক্ট রেসিপি অ্যাভোকাডো বানানা স্মুদি।ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের জন্য কিংবা পোস্ট ওয়ার্কআউটের ড্রিংকসের জন্য এই স্মুদি অত্যন্ত উপকারীও বটে। শুধু তাই নয়, গ্লুটেন-ফ্রি, ডেয়ারি-ফ্রিও বটে।
কী কী লাগবে, কীভাবে বানাবেন এই রেসিপি বানাতে , সেগুলি দেখে নিন এখানে…
কী কী লাগবে
হাফ অ্যাভোকাডো, ১ কাপ আমন্ড মিল্ক, ১টি কলা, ২ টেবিলস্পুন মধু, গার্নিশিংয়ের জন্য প্রয়োজন পেস্তা বাদাম কুঁচনো
আরও পড়ুন: এই ৫ জনপ্রিয় ও সুস্বাদু খাবারের নামকরণ হয়েছে বিখ্যাত ব্যক্তিদের নামে! জানতেন আগে?
কীভাবে বানাবেন
একটি ব্লেন্ডারে কুচনো অ্যাভোকাডো, কলা, আমন্ড মিল্ক ও মধু দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। মিশ্রণটি বেশ ঘন ও মসৃণ হলে একটি সুন্দর কাঁচের গ্লাসে ঢেলে দিন। এবার গার্নিশের জন্য পেস্তাবাদাম কুঁচনো উপরে ছড়িয়ে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
অ্যাভোকাডো বানানা স্মুদির উপকারীতা