Bollywood Actress Tabu: ‘পারফেকশনিস্ট’ আমির খানের নায়িকার তালিকা থেকে বাদ পড়তে হয়েছিল জাতীয় পুরস্কারবিজয়ী তাবুকে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 19, 2023 | 12:04 PM

Bollywood Actress: কথায়-কথায় তাবু আরও জানান, কলকাঠি নাড়া এক বড় খেলা, যা কমবেশি সব অভিনেত্রীকেই সহ্য করতে হয়েছে। তবে তাবুর জীবনের ওঠানামা কখনই প্রভাবিত করতে পারেনি তাঁর অভিনয়কে।

Bollywood Actress Tabu: পারফেকশনিস্ট আমির খানের নায়িকার তালিকা থেকে বাদ পড়তে হয়েছিল জাতীয় পুরস্কারবিজয়ী তাবুকে
'পারফেকশনিস্ট' আমির খানের নায়িকার তালিকা থেকে বাদ পড়তে হয়েছিল জাতীয় পুরস্কারবিজয়ী তাবুকে

Follow Us

বলিউডের (Bollywood) সুপারহিট নায়িকাদের মধ্যে অন্য়তম তাবু। তাঁর দক্ষ অভিনয় জয় করেছে দর্শকের মন। বয়স ৫০ পেরিয়েছে, তবে এখনও স্বমহিমায় মাতিয়ে রাখছেন স্ক্রিন। অজয় দেবগনের (Ajay Devgan) সঙ্গে একের পর এক হিট ছবিতে অভিনয় করছেন তিনি। ‘দৃশ্যম ২ (Drishyam 2)‘-এর পর ‘ভোলা’ ছবিতেও তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। তবে একসময় এই ইন্ডাস্ট্রি থেকেই অনেক প্রত্যাখ্যান, অপমান সহ্য করতে হয়েছিল তাবুকে (Tabu)। ছবিতে কাস্ট করার পর তাঁকে আর অভিনয়ের সুযোগ দেওয়া হয়নি, এমনও অভিযোগ এনেছেন জাতীয় পুরস্কারবিজয়ী অভিনেত্রী (‘মাচিস’ ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান পেয়েছিলেন তিনি)। এই বিষয়ে কী বলছেন তাবু?

তাবুর বলিউডে হাতেখড়ি খুবই অল্প বয়সে। ১৯৮০ সালে জনপ্রিয় হিন্দি ছবি ‘বাজার’-এ একটি ছোট্ট ভূমিকায় প্রথম অভিনয়। এরপর ১৪ বছর বয়সে হিন্দি ছবি ‘হাম নওজওয়ান’-এ অভিনেতা দেব আনন্দের মেয়ের চরিত্রে অভিনয় করেন তাবু। তবে অভিনেত্রী হিসেবে বলিউডে ডেবিউ বনি কাপুরের ‘প্রেম’ ছবির হাত ধরে। জীবনে সাফল্য আসলেও প্রত্য়াখ্যানও কম আসেনি। ২০০১ সালে ‘ফিল্মফেয়ার’-এর একটি সাক্ষাৎকারে তাবুকে প্রশ্ন করা হয়, আমির খানের ‘মন’ছবিতে কেন তাঁকে নেওয়া হয়নি? উত্তরে অভিনেত্রী বলেন, “ছবিটির জন্য ফটোশুট পর্যন্ত করেছিলাম। আমি সত্যিই জানি না তারপর এমন কী হল যে, আমায় আর ডাকা হল না। এর পিছনে কী রহস্য জানা নেই। তবে আমিরের সঙ্গে অভিনয় করতে পারলে ভাল লাগত।” এই ছবিতে তাবুর পরিবর্তে শেষমেশ কাস্ট করা হয় মণীশা কৈরালাকে। প্রসঙ্গত, গোবিন্দার সঙ্গে ‘কুঁয়ারা’ ছবিতেও অভিনয় করার কথা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত  উর্মিলা মাতন্ডকরকে বেছে নেওয়া হয় অভিনেত্রী হিসেবে। যদিও এই ছবি নিয়ে ওই সাক্ষাৎকারে খুব বেশি বাক্য খরচ করেননি অভিনেত্রী। শুধু বলেছিলেন, “অভিনয় করতে পারলে ভাল লাগত। অনেক অপমান, প্রত্যাখ্যান সহ্য করেছি। তবে আমার মধ্যে এসব নিয়ে কোনও ঘৃণা বা রাগ পুষে রাখিনি।”

কথায়-কথায় তাবু আরও জানান, কলকাঠি নাড়া এক বড় খেলা, যা কমবেশি সব অভিনেত্রীকেই সহ্য করতে হয়েছে। তবে ব্যক্তি-জীবনের ওঠানামা কখনই প্রভাবিত করতে পারেনি তাঁর অভিনয়ের কেরিয়ারকে। নানা টানাপোড়েনের মধ্যেও কর্মাশিয়াল ও প্যারালাল, দুই ধরনের ছবিতেই অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তাবু। তাঁর অভিনয় জীবনের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল ‘কালাপানি’, ‘মাচিস’, ‘অস্তিত্ব’, ‘চাঁদনি বার’, ‘মকবুল’, ‘দৃশ্যম’। সাম্প্রতিককালে ‘দৃশ্যম ২’, ‘ভোলা’-র সাফল্যের পর এবার বিশাল ভরদ্বাজের ‘কুফিয়া’ ও রেহা কাপুরের প্রযোজিত ‘দ্য ক্রিউ’তে দেখা যাবে তাঁকে।

Next Article