একটু ঠাণ্ডা পড়তেই রুক্ষ দেখাচ্ছে ত্বক ? জেল্লা ফেরাতে যা কিছু করবেন
Dry Skin Care: ত্বক শুষ্ক হয়ে যাওয়ার দরুণ ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন ত্বকের সঠিক যত্ন। কয়েকটি সহজ উপায় রয়েছে যা মেনে চললেই শুষ্কতার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আপনি। জানুন তার জন্য কী করতে হবে।
1 / 8
শীত মানেই ত্বকের শুষ্কতার সমস্যা। কমবেশি সকলকেই এই সমস্যায় ভুগতে হয়। ত্বক ভিতর থেকে শুকিয়ে যয়া এই সময়। (ছবি: Pinterest)
2 / 8
ফলে ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন ত্বকের সঠিক যত্ন। (ছবি: Pinterest)
3 / 8
কয়েকটি সহজ উপায় রয়েছে যা মেনে চললেই শুষ্কতার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আপনি। জানুন তার জন্য কী করতে হবে। (ছবি: Pinterest)
4 / 8
সারাবছর যেভাবে ক্লিনজার ব্যবহার করেন তেমন শীতেও ক্লিনজার ব্যবহার করতে হবে। হালকা ধরনের ফেসওয়াশ ব্যবহার করুন এই সময়। কাজ হবে।(ছবি: Pinterest)
5 / 8
এ ছাড়া অবশ্যই যেটা করতে হবে তা হল ময়েশ্চারাইজার ব্যবহার। শুষ্কতার সমস্যা থেকে আপনাকে একমাত্র রক্ষা করতে পারে ময়েশ্চারাইজার। (ছবি: Pinterest)
6 / 8
তাই তিনবেলা ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এ ছাড়া নারকেল তেল বা অলিভ অয়েল দিয়েও হালকা হাতে ত্বক ম্যাসাজ করে নিন। (ছবি: Pinterest)
7 / 8
শীতে গরম জল ব্যবহার করলে আরাম লাগে ঠিকই। কিন্তু গরম জল ত্বককে আরও শুষ্ক করে দেয়। তাই চেষ্টা করুন গরম জল এড়িয়ে চলতে। (ছবি: Pinterest)
8 / 8
শীতে গরম জল ব্যবহার করলে আরাম লাগে ঠিকই। কিন্তু গরম জল ত্বককে আরও শুষ্ক করে দেয়। তাই চেষ্টা করুন গরম জল এড়িয়ে চলতে। (ছবি: Pinterest)