
কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। অর্থাৎ মাছ পেলে আর কিছু লাগে না তাঁদের। বাঙালি বাড়িতে রকমারি মাছ খাওয়ার চলও রয়েছে। বাঙালির বাড়িতে কাতলার চাহিদা বরাবর। কাতলার ঝাল-ঝোল প্রায় সবই খেতে পছন্দ করেন তাঁরা। তবে কখনও বাসন্তী কাতলা খেয়েছেন কি?(ছবি: Pinterest)

খেলে অন্য সব পদের স্বাদ ভুলে যাবেন। এ বার জেনে নিন কীভাবে বাড়িতেই বানাবেন এই পদ। রইল সহজ রেসিপি। প্রথমে আসা যাক উপকরণে। এই পদ বানাতে লাগবে কাতলা মাছ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো সরষে ও সাদা সরষে। (ছবি: Pinterest)

আর লাগবে পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল কোরানো, নারকেলের দুধ, চিনি, নুন, সরষের তেল ও কালো জিরে। এ বার আসা যাক রেসিপিতে।(ছবি: Pinterest)

প্রথমে কাতলা মাছে নুন ও হলুদ মাখিয়ে নিন। এ ভাবে ১০ মিনিট রেখে দিন মাছটা। অন্যদিকে সাদা সরষে, কালো সরষে, কাঁচা লঙ্কা, নারকেল কোরা সব দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিন। (ছবি: Pinterest)

কড়াইয়ে তেল গরম করুন। তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর একে-একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিন। তারপর পেস্টটি দিয়ে দিন। (ছবি: Pinterest)

পরিমাণ মতো নুন ও চিনি দিন। এরপর ভালো করে কষাতে থাকুন। অন্যদিকে আর একটি কড়াইয়ে তেল গরম করুন। (ছবি: Pinterest)

তেল গরম হলে মাছগুলো কড়া করে ভেজে নিন। এরপর কষানো মশলায় ভাজা মাছ ফেলে দিন। ভালো করে মিশিয়ে সামান্য গরম জল দিন। (ছবি: Pinterest)

কয়েকটি কাঁচা লঙ্কা ফেলে দিন। এরপর ঢাকা দিয়ে ঝোল ফোটার সময় দিন। ঝোল ফুটে গেলে নামিয়ে নিন। গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাসন্তী কাতলা। (ছবি: Pinterest)