কোঝিকোড়: লোকসভা নির্বাচন দোরগোড়ায়। বিজেপিকে ঠেকাতে জোট বেঁধেছে কংগ্রেস, তৃণমূল-সহ অবিজেপি দলগুলি। ইতিমধ্যে আসন-রফা, রণকৌশল নিয়ে ইন্ডিয়া জোটের শরিক দলের সঙ্গে বৈঠকও শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। অবিজেপি দলগুলি যখন বিজেপিকে ঠেকাতে কোমর বেঁধে নামার পরিকল্পনা করছে, তখনই লোকসভা ভোটের ফল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর।
গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ। এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে ইঙ্গিত দিলেন শশী থারুর। তাঁর মতে, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসবে। কোঝিকোড়ে কেরল লিটারেচার ফেস্টিভালে (কেএলএফ) বক্তৃতা দেওয়ার সময়ই এই মন্তব্য করেন কংগ্রেসের প্রবীণ নেতা। পাশাপাশি তাঁর আরও দাবি, বিজেপির সংখ্যা এমন স্তরে নামিয়ে আনা যেতে পারে যেখানে তার শরিকেরা আর দলকে সমর্থন নাও করতে পারে এবং পরিবর্তে বিরোধীদের সমর্থন করতে পারে। এর জন্য বিরোধীদের যৌথভাবে চেষ্টা করতে হবে।
আসন-রফা নিয়ে যে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মতানৈক্য প্রকট হয়ে উঠেছে, তা স্বীকার করে নেন শশী থারুর। তাঁর কথায়, “এখানে ইন্ডিয়া জোটের দুটি প্রধান সদস্য, সিপিআই(এম) এবং কংগ্রেস, আসন ভাগাভাগিতে একমত হবেন তা কল্পনা করা প্রায় অসম্ভব।” তবে প্রতিটি রাজ্যে বিজেপিকে ঠেকাতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী ‘পর্যাপ্ত চুক্তি’ হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
আসন-রফা ঠিকমতো করার পাশাপাশি প্রতিটি শরিক দলের দৃষ্টিভঙ্গি এক থাকতে হবে বলেও বার্তা দেন প্রবীণ কংগ্রেস নেতা। তাঁর কথায়, “যদি দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকে, তাহলে হয়তো বিজেপি প্রার্থী জয়ী হবেন।” তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষকে মনে করিয়ে দিতে হবে তাঁদের নির্বাচনী এলাকার সেরা ব্যক্তিকে ভোট দেওয়ার কথা।”