Covid 19: বাড়ছে করোনা, সুস্থ থাকবেন কীকরে?

দেশ জুড়ে ফের প্রার্দুভাব বাড়ছে কোভিড ভাইরাসের। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৯০ জন। গত ১ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

Covid 19: বাড়ছে করোনা, সুস্থ থাকবেন কীকরে?
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 12:28 PM

দেশ জুড়ে ফের প্রার্দুভাব বাড়ছে কোভিড ভাইরাসের। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৯০ জন। গত ১ বছরের মধ্যে যা সর্বোচ্চ। দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৪৩৩। এর মধ্যে ৭ জন আক্রান্তের মৃত্যুর খবরও সামনে এসেছে। কোভিডের নতুন ঢেউ এসেছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। কোভিডের এখনও পর্যন্ত সঠিক কোনও চিকিৎসা নেই। আর তাই সাবধানতা মেনে চলতেই হবে। জ্বর,সর্দি কাশির মত সমস্যা থাকলে চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই চিকিৎসা করান। চিকিৎসকেরা বলছেন করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যাবতীয় সতর্কতা বিধি মেনে চললেই হবে। ইনফ্লুয়েঞ্জাতে প্রচুর মানুষ ভুগছেন। জ্বর, সর্দি, কাশি, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা কাশি এসব লেগেই রয়েছে। গলা ব্যথা,গলা ধরে থাকা,জ্বর এসব ৩দিন থাকলে, অবশ্যই করোনার পরীক্ষা করাবেন। কোভিড হলে ১০ দিন পুরোপুরি আইসোলেশনে থাকবেন। সব সময় মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। ঘরে যত বেশি আলো-হাওয়া ঢুকবে ততই কিন্তু ভাল। নইলে ঘরে জীবাণু আরও বেশি বিস্তার করতে পারে।

Follow Us: