Narada Sting Operation Case: নারদ-কাণ্ডে অপরূপার বিরুদ্ধে তদন্ত চার মাসে শেষ করতে CBI-কে নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 14, 2023 | 6:01 PM

Narada Sting operation Case: প্রায় ৯ বছর পর চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আরামবাগের সাংসদ অপরূপা।

Narada Sting Operation Case: নারদ-কাণ্ডে অপরূপার বিরুদ্ধে তদন্ত চার মাসে শেষ করতে CBI-কে নির্দেশ হাইকোর্টের
নারদ স্টিং অপারেশন

Follow Us

কলকাতা: নারদ মামলায় সিবিআই-কে তদন্তের সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের করা আবেদনের ভিত্তিতে যে মামলা চলছে আদালতে, বুধবার ছিল তার শুনানি। সেই শুনানিতেই চার মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালে একাধিক নেতা বা প্রভাবশালী ব্যক্তিকে ঘুষ হিসেবে টাকা নিতে দেখা গিয়েছিল। স্টিং অপারেশনে ফাঁস হয়েছিল সেই ছবি। সেই মামলার তদন্ত এখনও চলছে। প্রায় ৯ বছর পর চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আরামবাগের সাংসদ অপরূপা।

এফআইআর থেকে নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েই মামলা করেছেন নারদ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত অপরূপা পোদ্দার। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি। সিবিআই-এর তরফে জানানো হয়েছে, ভয়েস স্যাম্পল গান্ধী নগর সিএফএসএল থেকে আসতে সময় লাগছে, তাই দেরি হচ্ছে তদন্তে। সিবিআই-এর যুক্তিতে গুরুত্ব না দিয়ে কোর্টের নির্দেশ, চার মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত।

উল্লেখ্য, শুধুমাত্র অপরূপা নয়, সেই সময় তৃণমূলের একেবারে প্রথম সারিতে থাকা নেতাদের ছবিও দেখা গিয়েছিল ওই স্টিং অপারেশনের ভিডিয়োতে। অভিযোগ উঠেছিল ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্য়ায়, মুকুল রায়ের বিরুদ্ধেও। ইতিমধ্যেই সেই মামলায় অন্যতম অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায় ও সুলতান আহমেদের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০২১-এ নারদ মামলায় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্য়ায়, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সময় নিজাম প্যালেসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।