Flight Ticket: বিমান বাতিল? টিকিটের টাকা ফেরত পাবেন কীভাবে?

Flight Ticket: বিমান বাতিল? টিকিটের টাকা ফেরত পাবেন কীভাবে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 26, 2023 | 4:28 PM

খন ফ্লাইট বাতিল হলেও আপনি পুরো টাকা ফেরত পেতে পারেন।

কোনও অফিসিয়াল কাজে বা কখনও শুধু ঘুরতেই আমরা বিমানে যাতায়াত করে থাকি। কখনও কোনও জরুরি পরিস্থিতি বিমান বাতিল করার মতো ঘটনা প্রায়সই ঘটে থাকে। সেক্ষেত্রে পুরো টাকা না পাওয়ার একটা বিষয় থেকেই যায়। এইবার সেই শঙ্কা থেকে মুক্তি দিল Paytm। এখন ফ্লাইট বাতিল হলেও আপনি পুরো টাকা ফেরত পেতে পারেন। এর জন্য আপনাকে অনলাইন পেমেন্ট পরিষেবা Paytm-র মাধ্যমে অনলাইনে বিমানের টিকিট বুক করতে হবে। কারণ এই সুবিধা শুধুমাত্র Paytm ব্যবহারকারীদের জন্যই রয়েছে। Paytm-র সাহায্যে বুকিং করলে আপনি ফ্লাইট বা বাসের টিকিট বাতিল করলেও সম্পূর্ণ টাকা ফেরত পেতে পারেন। শুধু তাই নয়, টিকিট বাতিল করার জন্য অতিরিক্ত কোনও চার্জও কাটা হবে না। বুধবার Paytm সংস্থার তরফে জানানো হয়েছে ক্যানসেল প্রোটেক্ট নামে একটি সুবিধা চালু করেছে এই সংস্থা। এই প্রকল্পের মাধ্যমে বাস অপারেটর বা উড়ান সংস্থার তরফে আরোপিত পরিষেবা বাতিলের চার্জ থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। টিকিট বুকিংয়ের সময় গ্রাহকদের ফ্লাইটের টিকিটের জন্য ১৪৯ টাকা এবং বাসের টিকিটের জন্য ২৫ টাকার প্রিমিয়ামে ‘ক্যান্সেল প্রোটেক্ট’ কিনতে হবে। গ্রাহকরা ১০০ শতাংশ টাকা ফেরত পেতে পারেন ‘Cancel Protect’-র মাধ্যমে। পুরো টাকা ফেরত পাওয়ার জন্য ফ্লাইটের ক্ষেত্রে গ্রাহকদের সেই বিমান ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টা আগে আর বাস ছেড়ে যাওয়ার ৪ ঘণ্টা আগে বাতিল করতে হবে। টিকিট বাতিলের পর টাকা অ্য়াকাউন্টে সরসারি ঢুকে যাবে।