ভারত ২২৯-৭
বাংলাদেশ ১১৯
হ্যামিল্টন: বিশ্বকাপের সেমিফাইনালে (Women’s World Cup 2022) যাওয়ার আশা এখনও জিইয়ে রাখল মিতালি রাজের (Mitali Raj) টিম। জিততেই হবে, এমন পরিস্থিতিতে খেলতে নেমে কার্যত উড়িয়ে দিল বাংলাদেশকে (Bangladesh)। শুরুতে টপ অর্ডারে কিছুটা ব্যর্থতা থাকলেও মোটামুটি রান পেয়েছে ইয়াসতিকা ভাটিয়া, শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা। বিপক্ষের জন্য বড় রানের লক্ষ্য রাখতে না পারলেও কিন্তু হ্যামিল্টনে ভারতীয় বোলাররা দুরন্ত পারফর্ম করলেন। আর তাতেই নিগার সুলতানার বাংলাদেশ মাত্র ৪০.৩ ওভারে ১১৯ রানে শেষ। ১১০ রানে জিতে শেষ চারের রাস্তায় এখনও থাকল ভারতীয় টিম। বাংলাদেশকে হারানোর ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবলের তিনে উঠে এল টিম। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবেন মিতালিরা। তবে, গ্রুপ পর্যায়ে দুটো ম্য়াচ বাকি থাকা ইংল্যান্ডকে কিন্তু একটা অন্তত ম্যাচে হারতে হবে। অথবা, প্রোটিয়া টিমকে বিরাট ব্যবধানে হারাতে হবে ঝুলনদের।
.@YastikaBhatia notched up her second half-century in the #CWC22 & bagged the Player of the Match award as #TeamIndia beat Bangladesh. ? ? #INDvBAN
Scorecard ▶️ https://t.co/ZOTtBWYPMe pic.twitter.com/rjMactEHZd
— BCCI Women (@BCCIWomen) March 22, 2022
আগে ব্যাট করে ভারত তুলেছিল ২২৯-৭। শুরুটা খারাপ ছিল না মিতালিদের। বিশেষ করে দুই ওপেনার স্মৃতি ও শেফালি জুটিতে ৭৪ তুলেছিলেন। তখন মনে হচ্ছিল, ওপেনাররাই হয়তো বড় রান দিয়ে যাবেন। সেখান থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম। ৭৪-০ থেকে ৭৪-৩ হয়ে যায় টিম। মিতালি ০ করে ফেরেন। তিনে নামা ইয়াসতিকা ভাটিয়াকে অবশ্য নড়ানো যায়নি। তিনি ৫০ করেন। বাংলার রিচা ঘোষণ ২৬ করে ফিরে গেলেও পূজা বস্ত্রকার কিন্তু ৩০ করে নট আউট থেকে থেকে যান। ২৩ বলে ২৭ করেন স্নেহা রানা। বাংলাদেশের ঋতু মণি ৩৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নাহিদা আখতারের।
ভারতকে বড় রানে পৌঁছতে না দিলেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল বাংলাদেশের। ঝুলন গোস্বামীরা অবশ্য বল হাতে চমৎকার পারফর্ম করেছেন। শুরু থেকেই দুরন্ত বোলিং করেন ঝুলন। ৭.৩ ওভার বল করে দিয়েছেন মাত্র ১৯ রান। নিয়েছেন ২ উইকেটে। অবশ্য ভারতের সেরা বোলার অফস্পিনার স্নেহা রানা। ১০ ওভার বল করে ২ মেডেন সহ ৩০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভারে ৪ মেডেন সহ ১৫ রান দিয়ে ১ উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সালমা খাতুনের (৩২)। কিছুটা লড়াই করেছেন লতা মণ্ডল (২৪)।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ২২৯-৭ (ইয়াসতিকা ৫০, শেফালি ৪২, স্মৃতি ৩০, পূজা নট আউট ৩০, ঋতু ৩-৩৭, নাহিদা ২-৪২)। বাংলাদেশ ১১৯ (,সালমা ৩২, লতা ২৪, স্নেহ ৪-৩০, ঝুলন ২-১৯, পূজা ২-২৬, রাজেশ্বরী ১-১৫)।
আরও পড়ুন : IPL 2022: ‘নিজেদের চ্যালেঞ্জ দিতে হবে’, কেন বলছেন কেকেআরের ক্যাপ্টেন?