
নয়া দিল্লি: নামি রেস্তোরাঁর খাবারের মধ্যে মরা ইঁদুর, মরা টিকিট পড়ার ঘটনার খবর আখছার শোনা যায়। এবার এমনই এক ঘটনার সাক্ষী হল ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রীরা। একেবারে বিমানে এক যাত্রীকে দেওয়া একটি স্যান্ডউইচের ভিতর মিলল পোকা। দিল্লি-মুম্বই বিমানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেই স্যান্ডউইচের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মুম্বইগামী ইন্ডিগোর বিমানে স্যান্ডউইচের মধ্যে পোকা পাওয়ার ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর সকালে। এক মহিলা যাত্রী পোকা-সমেত স্যান্ডউইচ পাওয়ার পরই বিমান সেবিকাকে অভিযোগ জানান। তারপরেও অন্যান্য যাত্রীদের স্যান্ডউইচ দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই ওই যাত্রী পোকা ধরা স্যান্ডউইচের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে যাত্রীদের খাদ্য-সুরক্ষায় ইন্ডিগোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
পোকা-সমেত স্যান্ডউইচের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে ওই যাত্রী লিখেছেন, “আমি শীঘ্রই ইমেল মারফৎ অফিসিয়ালি অভিযোগ দায়ের করব। তবে এটা জনস্বাস্থ্যের বিষয়। আমি জানতে চাই, স্যান্ডউইচের গুণমান ভালো না জানা সত্ত্বেও এবং ফ্লাইট অ্যাটেনডেন্টকে জানানোর আগে তিনি এখনও অন্যান্য যাত্রীদের কাছে স্যান্ডউইচ পরিবেশন চালিয়ে যাচ্ছেন। সেখানে শিশু, বৃদ্ধ ও অন্যান্য যাত্রী ছিল…. কেউ সংক্রমণ হলে কী হবে?” যাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার দিকটি নিশ্চিত করা কর্তৃপক্ষের প্রথম দায়িত্ব বলেও জানান তিনি।
যাত্রীর ইনস্টাগ্রাম পোস্টের পর অবশ্য এই ঘটনায় বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। দিল্লি-মুম্বই 6E 6107 উড়ানের এক যাত্রীকে দেওয়া স্যান্ডউইচে পোকা পাওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হবে এবং যথোপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ।