Kapil Sharma News: কপিলের শোয়ে ঘটে অনেক কিছুই, এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কপিল নিজেই
কপিলের শোতে প্রত্যেক দিন বহু ঘটনা দেখা যায়। কখনও কখনও দেখা যায় তাঁকে ফ্লার্ট করতেও। কিন্তু সেসব কিছু কি হয় চ্যানের নির্দেশেই?
কপিল শর্মার শোয়ে কী হয় জানেন? দীপিকা পাড়ুকোন বা কিয়ারা আডবাণী সেই শো’য়ে হাজির হলে দেখা যায় তাঁদের সঙ্গে খোলাখুলি ফ্লার্ট করছেন কপিল। অনেকেই বিরক্ত হন, আবার অনেকেই বেশ উপভোগও করেন তাঁর এই ফ্লার্ট। এবার কপিল জানালেন, এ সবই নাকি তিনি করেন সংশ্লিষ্ট চ্যানেলের নির্দেশে। শেহনাজ গিলের এক শো’য়ে হাজির হন কপিল সেখানেই কপিল জানান একথা । শেহনাজ বলেন,’শো-তে দেখি তুমি সব সময় সবার সঙ্গে ফ্লার্ট কর’ । কপিলের উত্তর, ‘এটা স্ক্রিপ্টেড, আমি মাঝেমধ্যে মজা করি’ । কপিল শেহনাজকে বলেন,’বললে বিশ্বাস করবে না, বিয়ের পর ভীষণ লজ্জা লাগত, শুধু ছবি নিয়েই কথা বলতাম। চ্যানেল থেকে আমায় ইমেল করে বলা হয় ফ্লার্ট করতে। আমি পরিষ্কার বলে দিই, এই ইমেলের একটা কপি যেন আমার স্ত্রীকেও পাঠিয়ে দেওয়া হয়। সে কারণেই চলে ফ্লার্ট, গিন্নিও আর রাগেন না কপিলের উপর । গত বছর সেপ্টেম্বরে শুরু হয় কপিল শর্মার শোয়ের নতুন সিজন। কপিল ছাড়াও এই মুহূর্তে ওই শো-য়ে রয়েছে সুমনা চক্রবর্তী, কিকু শারদা, চন্দন প্রভাকর। আসতে চলেছে নতুন ছবি ‘জুইগ্যাটো’। ছবিতে কপিল ছাড়াও রয়েছে সাহানা গোস্বামী শুক্রবার, মুক্তি পাবে তাঁর ছবি। এই ছবি দেখানো হয়েছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ব্যক্তিগত জীবনে ২০১৮ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন তিনি ২০১৯ সালেই জন্ম হয় তাঁর প্রথম সন্তান আনায়রার। ২০২১ সালে তাঁদের ছেলে তৃষান আসে পরিবারে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আপাতত সুখের সংসার তাঁর।