Putin-Kim Jong: বোমা-বন্দুকেও কিচ্ছু করতে পারবে না, কিমকে দেওয়া পুতিনের ‘অরাস’ গাড়ি আসলে কেমন?

Putin-Kim Jong: গত সেপ্টেম্বরেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ও উত্তর কোরিয়ার প্রশাসক কিমের সাক্ষাৎ হয়। জানা যায়, সেই সময় নাকি পুতিনের গাড়ি দেখে আগ্রহ প্রকাশ করেন কিম। তারপরই দেখা গেল, উপহার হিসেবে দেওয়া হয়েছে গাড়ি। 

Putin-Kim Jong: বোমা-বন্দুকেও কিচ্ছু করতে পারবে না, কিমকে দেওয়া পুতিনের 'অরাস' গাড়ি আসলে কেমন?
পুুতিন নিজে ব্যবহার করেন সেই গাড়িImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Feb 22, 2024 | 8:03 AM

রাশিয়া: জানা গিয়েছে, যে গাড়ি কিম জং উনকে উপহার হিসেবে দিয়েছেন পুতিন, তা একটি ‘অরাস’ (Aurus) গাড়ি। পুতিনের অন্যতম সচিব দমিত্রি পেসকভল এই খবর নিশ্চিত করেছেন। রুশ প্রেসিডেন্ট যে গাড়িতে চড়েন, সেটি হল অরাস সিনাট লিম্যুজিন। গাড়িটি তাঁর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ২০১৮ সাল থেকে এই গাড়ি ব্যবহার করছেন তিনি। পুতিনই প্রথম রুশ প্রেসিডেন্ট যিনি রাশিয়ায় তৈরি করা একটি গাড়ি ব্যবহার করেন। Cortege এই কোড নামে বিশেষভাবে তৈরি করা হয়েছিল ওই গাড়ি।

কেউ কেউ বলেন, রোলস রয়েস ফ্যান্টম গাড়ির মডেলকেই এই বিশেষ রূপ দেওয়া হয়েছে। সাধারণত এই গাড়িগুলির দৈর্ঘ্য হয় ৫৬৩১ মিলিমিটার। তবে পুতিনের জন্য তৈরি গাড়ির দৈর্ঘ্য ৬৭০০ মিলিমিটার আর ওজন ২৭০০ কেজি। বুলেট বা বোমা, কোনও কিছুই এই গাড়ির কোনও ক্ষতি করতে পারবে না।

এই গাড়ির কাচে আঘাত করতে পারবে না বুলেট। বোমার আঘাতে যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য বিশেষ নিরাপত্তা রয়েছে। গাড়ির টায়ারেরও বিশেষত্ব আছে। দ্রুত অক্সিজেন পাওয়া যায়, এমন ব্যবস্থা আছে গাড়িতে। এছাড়া গোপন যোগাযোগ ব্যবস্থাও করা আছে, যাতে গাড়ি থেকে কারও সঙ্গে যোগাযোগ করা হলেও সে কথা গোপনই থাকে।

গত সেপ্টেম্বরেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ও উত্তর কোরিয়ার প্রশাসক কিমের সাক্ষাৎ হয়। জানা যায়, সেই সময় নাকি পুতিনের গাড়ি দেখে আগ্রহ প্রকাশ করেন কিম। তারপরই দেখা গেল, উপহার হিসেবে দেওয়া হয়েছে গাড়ি।

উত্তর কোরিয়ায় যাতে কোনও বিলাসবহুল জিনিস সরবরাহ না করা হয়, সেই নির্দেশ রয়েছে রাষ্ট্রপুঞ্জের। তার মধ্যেই এই গাড়ি উপহার নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এই প্রথম নয়, কিম জং উনকে এর আগেও একাধিক বিলাসবহুল গাড়ি চালাতে দেখা গিয়েছে। কখনও লিমুজিন, কখনও রোলস রয়েস চালিয়েছেন তিনি। মনে করা হয়, এই গাড়িগুলি চোরাই পথে নিয়ে যাওয়া হয়েছে।