AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul: কোভিড পজিটিভ লোকেশ রাহুল, জানালেন সৌরভ

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল লোকেশের। বার্মিংহ্যামগামী ভারতীয় মহিলা ক্রিকেট দলের এক সদস্যও কোভিড আক্রান্ত হয়েছেন। যদিও তাঁর নাম প্রকাশ করা হয়নি।

KL Rahul: কোভিড পজিটিভ লোকেশ রাহুল, জানালেন সৌরভ
Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 9:37 PM
Share

নয়াদিল্লি : কোভিড আক্রান্ত লোকেশ রাহুল (KL Rahul)। মুম্বাইতে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল সভার পর সাংবাদিকদের এ কথা জানান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলতে পারেননি রাহুল। শেষ মুহূর্তে চোটে ছিটকে যান তিনি। জার্মানিতে অস্ত্রোপচার হয় রাহুলের। সেখান থেকে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল তাঁর। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে রয়েছে ভারতীয় দল। শুক্রবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। এরপর পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ রয়েছে। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের স্কোয়াডে রয়েছেন রাহুল। ফিটনেস পরীক্ষায় পাশ করলেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল লোকেশের। কোভিড পজিটিভ হওয়ায় রাহুলের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হল। ২৯ জুলাই প্রথম টি ২০।

বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে লেভেল থ্রি কোচিং ক্যান্ডিডেটদের জন্য বক্তব্য রাখেন রাহুল। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আরও জানান, বার্মিংহ্যামগামী ভারতীয় মহিলা ক্রিকেট দলের এক সদস্যও কোভিড আক্রান্ত হয়েছেন। যদিও তাঁর নাম প্রকাশ করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ স্কোয়াডে তাঁকে রাখা হলেও যাওয়া নির্ভর করত ফিটনেসের উপর। গত কয়েক দিন থেকে এনসিএ-র নেটে সাবলীল দেখিয়েছে রাহুলকে। ফিটনেস পরীক্ষা এবং তাঁর ওয়েস্ট ইন্ডিজ যাওয়া যেন সময়ের অপেক্ষা ছিল। এবার অবশ্য পরিস্থিতি জটিল হল। এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। নিঃসন্দেহে বিশ্বকাপে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন রাহুল। তবে পরপর সিরিজ মিস করায় তাঁর প্রস্তুতিতে বাধা পড়ছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টি ২০ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং। এর মধ্য়ে লোকেশ রাহুল এবং কুলদীপ যাদবের যাওয়া নির্ভর করছিল ফিটনেসের উপর।