মমতার পর এ বার স্মৃতি ইরানিকে স্কুটি চালাতে দেখল বাংলা!

একুশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বাংলার বুকে বেশ 'দক্ষ হাতেই' স্কুটি চালাতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে।

মমতার পর এ বার স্মৃতি ইরানিকে স্কুটি চালাতে দেখল বাংলা!
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2021 | 3:57 PM

কলকাতা: বৃহস্পতিবারের চিত্রটা ছিল আলাদা। সাদা শাড়ি, হাওয়াই চটি পায়ে, হেলমেট মাথায় স্কুটি চালিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। হাত কেঁপেছে, বাঁ দিকে হেলেছে যান, সামলে নিয়েছেন পাশে থাকা নিরাপত্তারক্ষীরা। নেট দুনিয়ায় উল্কা গতিতে ভাইরাল হয়েছে দ্বিতীয় হুগলি সেতুর সেই ছবি। ঠিক ২৪ ঘণ্টার ব্যবধান। বাংলার বুকে বেশ ‘দক্ষ হাতেই’ স্কুটি চালাতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani)। তাঁর পিছনে এল আরও ৫০-৬০টি বাইক। উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান। তারওপরে অনেকটা পিছনে শম্বুক গতিতে  বিজেপির ‘রথ’ নিয়ে এলেন নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। গড়িয়াতে পরিবর্তন যাত্রার সূচনা করতে এসে অভিনবত্বের ছাপ রেখে গেলেন স্মৃতি ইরানি।

শুক্রবার সকালে গড়িয়া স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল বিজেপির পরিবর্তন যাত্রা। নির্দিষ্ট জায়গা থেকেই যাত্রা শুরু করেছিলেন স্মৃতি। গঙ্গাজোয়ার এলাকায় তিনি ‘রথ’ থেকে নামেন। তারপর মঞ্চে উঠে কিছু কথা বলেন। এরপর সেখান থেকেই স্কুটার নিয়ে রওনা দেন পরবর্তী গন্তব্যে। হাত কাঁপেনি স্মৃতির, টলমল হয়নি যান। বিশ্লেষকদের কথায়, রীতিমতো দক্ষ হাতেই স্কুটি চালিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে স্কুটি চালাতে দেখে ওই চত্বরে তখন গগণভেদী  ‘জয় শ্রীরাম স্লোগান’। পিছনে ধীরে ধীরে আসতে থাকে বিজেপির রথ। অভিনব পদ্ধতিতে পরিবর্তন যাত্রার ‘লিড’ করলেন স্মৃতি।

আরও পড়ুন: মমতার বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন, আহুতিতে অভিষেক

কেন্দ্রীয় মন্ত্রীকে স্কুটি চালাতে দেখে ঘিরে ধরেন উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। পরে তাঁদেরকে সরিয়ে দেন স্মৃতির দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। বিজেপি সূত্রে খবর, স্মৃতি ইরানি কোথাও কোথাও রথেই এলাকা ঘুরবেন, কোথাও আবার স্কুটি চালিয়ে যাবেন। তিনি আসলে এলাকার মানুষের একেবারে কাছাকাছি পৌঁছাতে চেয়েছেন। স্কুটিতে বসেই স্মৃতি তুলেছেন আসল পরিবর্তনের ডাক। স্মৃতির কথায়, “স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে রথের রুট নিয়ে আপত্তি করছে। ঢিলেমি করছে। তাই স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছি। মানুষের কাছে পৌঁছাবই আমরা। বাংলায় আসল পরিবর্তন হবেই।”