Lalu Prasad Yadav: স্বাস্থ্যের কারণে জামিন পেয়ে ব্যাডমিন্টন খেলছেন লালু, বিরোধিতায় সওয়াল CBI-এর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 26, 2023 | 7:34 AM

Lalu Prasad Yadav: ঝাড়খণ্ড হাই কোর্ট লালুকে যে জামিন দিয়েছে, সেই নির্দেশে আইনের কিছু ফাঁক রয়ে গিয়েছে বলেও আদালতে দাবি করে সিবিআই।

Lalu Prasad Yadav: স্বাস্থ্যের কারণে জামিন পেয়ে ব্যাডমিন্টন খেলছেন লালু, বিরোধিতায় সওয়াল CBI-এর
ব্যাটমিন্টন খেলছেন লালু প্রসাদ যাদব। (ফাইল ছবি)
Image Credit source: Instagram

Follow Us

নয়া দিল্লি: পরণে টি শার্ট, হাতে র‍্যাকেট নিয়ে ব্যাডমিন্টন খেলছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। কিছুদিন আগেই এমন ছবি প্রকাশ্যে এসেছিল। এবার সেই প্রসঙ্গ উল্লেখ করেই এবার লালুর জামিনের বিরোধিতা করল সিবিআই। সুপ্রিম কোর্টে সিবিআই উল্লেখ করেছে, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় স্বাস্থ্যের কারণে জামিন পাওয়ার পর ব্যাডমিন্টন খেলছেন লালু প্রসাদ যাদব। লালুর তরফে আর্জি জানানো হয় যাতে জামিন বাতিল না করা হয়। সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতে।

শুধুমাত্র পশুখাদ্য কেলেঙ্কারি নয়, দোরান্ড ট্রেজারি মামলাতেও লালুর জামিন বাতিলের আর্জি জানানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। ওই মামলায় লালু প্রসাদের পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল।

শুক্রবারের শুনানিতে সিবিআই-এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু উল্লেখ করেন, লালু প্রসাদ ব্যাডমিন্টন খেলছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে জামিন দেওয়া হয়েছে। আর ঝাড়খণ্ড হাই কোর্ট লালুকে যে জামিন দিয়েছে, সেই নির্দেশে আইনের কিছু ফাঁক রয়ে গিয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাড়ে তিন বছর জেলে কাটিয়েছেন, এই যুক্তিতেই জামিন দেওয়া হয়েছে, কিন্তু একটানা সাড়ে তিন বছর লালু জেলে কাটাননি বলে উল্লেখ করেছেন এসভি রাজু।

লালুর তরফে আইনজীবী কপিল সিবাল যুক্তি দেন, তিনি অসুস্থ আর তাঁকে জেলে রেখে আর কোনও লাভ নেই। শুনানি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ১৭ অক্টোবর ফের শুনানির সম্ভাবনা রয়েছে। ২০২২-এর এপ্রিল মাসে লালু প্রসাদকে জামিন দেওয়া হয়েছিল। ওই বছরের ফেব্রুয়ারি মাসেই বিশেষ সিবিআই আদালত ৫০ লক্ষ টাকা জরিমানা সহ লালুকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল।

Next Article