Mimi Chakraborty: কাবুলিওয়ালার মিনির সঙ্গে এই মিনির কী সম্পর্ক?

Mimi Chakraborty: কাবুলিওয়ালার ‘মিনি’র সঙ্গে এই মিনির কী সম্পর্ক?

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 15, 2021 | 4:05 PM

প্রথমবার একসঙ্গে কাজ করছেন মৈনাক ভৌমিক এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী...

প্রথমবার একসঙ্গে কাজ করছেন মৈনাক ভৌমিক এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবির নাম ‘মিনি’। প্রযোজনায় রাহুল ভঞ্জের সঙ্গে প্রথমবার রয়েছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। এই ছবিতে একেবারেই নতুন এক ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তীকে। আপাতত এই নতুন জুটিকে পর্দায় দেখার অপেক্ষা।