Nagerbazar Murder: BMW নিয়ে দিঘায় পার্টি করতে চেয়েছিলেন, নাগেরবাজার খুনে ধৃত গাড়িচালক

Nagerbazar Murder: দু'জনের বচসা বাধে। জেরায় সৌরভ স্বীকার করেন, কথা কাটাকাটির মধ্যে সৌরভ প্রথমে কল্যাণকে ধাক্কা মারেন। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে কল্যাণের। এরপর সৌরভ তাঁর গলা টিপে খুন করেন বলে অভিযোগ।

Nagerbazar Murder: BMW নিয়ে দিঘায় পার্টি করতে চেয়েছিলেন, নাগেরবাজার খুনে ধৃত গাড়িচালক
নাগেরবাজারে বৃদ্ধ খুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 10:52 AM

কলকাতা: মালিকের কেতাদুরস্ত গাড়ি। সেই গাড়ি নিয়ে বন্ধুদের নিয়ে দিঘা ঘুরতে যেতে চেয়েছিলেন চালক। কিন্তু মালিক তা দিতে চাননি। তাতেই রাগ। আর সেই রাগ থেকেই খুন। নাগেরবাজারের বাগানবাড়িতে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে, কল্যাণ ভট্টাচার্য নামে নিহত বৃদ্ধের গাড়িচালককে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সৌরভ।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগে সৌরভ কল্যাণের কাছে তাঁর কেতাদুরস্ত গাড়িটা চেয়েছিলেন। তাঁর দাবি ছিল, গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে দিঘা ঘুরতে যাবেন। কল্যাণকে সে কথা জানিয়েওছিলেন তিনি। জেরায় সৌরভ জানান, কল্যাণ তাঁকে ১৫ তারিখ আসতে বলেছিলেন । এরপর তিনি ১৫ তারিখ অর্থাৎ শনিবার কল্যাণের বাড়িতে যান। কল্যাণের বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া ছিল। সৌরভ পাঁচিল টপকে ভেতরে ঢোকেন। তখন কল্যাণ তাঁকে জিজ্ঞাসা করেন, কেন তিনি পাঁচিল টপকে ঘরের ভিতর ঢুকলেন। এই নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

দু’জনের বচসা বাধে। জেরায় সৌরভ স্বীকার করেন, কথা কাটাকাটির মধ্যে সৌরভ প্রথমে কল্যাণকে ধাক্কা মারেন। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে কল্যাণের। এরপর সৌরভ তাঁর গলা টিপে খুন করেন বলে অভিযোগ।

খুনের পর ঘর থেকে গ্যারেজ ও গাড়ির চাবি নিয়ে চলে যান । প্রথমে তিনি গাড়ি নিয়ে তাঁর বারাসতের বাড়িতে যান। সেখান থেকে বন্ধুদের নিয়ে দিঘায় গিয়েছিলেন।

শুক্রবারই দিঘা থেকে ফিরছিলেন সৌরভ। মোবাইলের টাওয়ার লোকেট করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে সৌরভকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবারই বৃদ্ধের পোষ্য কুকুরটিকে বাগানবাড়ির স্টোর রুম থেকে উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। ফরেনসিক টিম চলে যাওয়ার পর গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ওই পোষ্য কুকুরটিকে উদ্ধার করা হয়।